Explained: ইরান না ইজরায়েল? কিসমে কিতনা হ্যায় দম…

Explained on Iran-Israel Defence Power: ইরানের বায়ু সেনার সংখ্যা ৪২ হাজার। ইজরায়েলের বায়ুসেনার সংখ্যা ৮৯ হাজার। স্থল বাহিনীর হিসাব করলে,  ইরানের সাড়ে ৩ লক্ষ এবং ইজরায়েলের ৫.২৬ লক্ষ সেনা রয়েছে। ইরানের মোট ১৮ হাজার ৫০০ নৌসেনা আছে। ইজরায়েলের নৌসেনার সংখ্যা ১ হাজার বেশি।

Explained: ইরান না ইজরায়েল? কিসমে কিতনা হ্যায় দম...
Image Credit source: Tv9 Graphics

|

Jun 16, 2025 | 3:03 PM

সায়ন্ত ভট্টাচার্যের ইনপুট   লাগবে লাগবে করছিল, এবার সত্যি সত্যিই লেগে গেল ইরান-ইজরায়েলের যুদ্ধ। দুই শক্তিধর দেশ। একজনের প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে বাকি দেশ মুখিয়ে থাকে, আরেক দেশের তেল ও প্রাকৃতিক গ্যাসের উপরে নির্ভরশীল বাকিরা। একদিকে সিংহের গর্জন (Operation Rising Lion), অন্যদিকে সত্যির প্রতিশ্রুতি (Operation Truth Promise-3)- কে জিতবে শেষ পর্যন্ত? মধ্য প্রাচ্যের দুই শক্তির লড়াইয়ে তাদের অস্ত্র ভাণ্ডারে তো নজর রাখতেই হবে। কে কাকে কোন খাতে টক্কর দিচ্ছে জানেন? ইজরায়েল শুক্রবার ভোররাতে ইরানের উপরে প্রথম আঘাত হানে। সরাসরি পরমাণু ও মিসাইল ঘাঁটিতে আক্রমণ করে ২০০-রও বেশি যুদ্ধবিমান, ৩৩০টিরও অস্ত্র নিয়ে। মাঝ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন