EXPLAINED: শিবের জন্য যুদ্ধ করছে থাইল্যান্ড-কম্বোডিয়া

EXPLAINED: এই নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত চলছে দীর্ঘ সময় ধরে। গত মে মাসেও একবার দুই দেশের সেনা ফের সংঘাতে জড়ায়। এক কম্বোডিয়ান সেনার মৃত্যু হয়েছিল এই সংঘাতে। তবে এবারের মতো ভয়ঙ্কর সংঘাত সাম্প্রতিক ইতিহাসে কখনও হয়নি।

EXPLAINED: শিবের জন্য যুদ্ধ করছে থাইল্যান্ড-কম্বোডিয়া

|

Jul 27, 2025 | 10:28 AM

মধ্য প্রাচ্যের সংঘাতের আঁচ এখনও নেভেনি, তার মধ্যেই আরও একটি সংঘর্ষ। এবার লড়াইয়ের ময়দানে থাইল্যান্ড ও কম্বোডিয়া। পর্যটন কেন্দ্রিক দুই দেশই, বিদেশি পর্যটকই চালাচ্ছে দেশের অর্থনীতি। বিশ্বের কাছেও তারা পরিচিত শান্তিপূর্ণ দেশ হিসাবে। তাহলে হঠাৎ কী হল যে রীতিমতো সামরিক বিমান, গোলা-বারুদ নিয়ে লড়াইয়ের ময়দানে নামল দুই দেশ? এই প্রশ্ন অনেকের মনেই জেগেছে গতকালের সংঘাতের পর। তবে এর উত্তর কিন্তু লুকিয়ে আছে কয়েকশো বছর পিছনে। বৃহস্পতিবার সকালে হঠাৎই জানা যায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত শুরু হয়েছে। কম্বোডিয়ার বিরুদ্ধে বিমানহানা শুরু করেছে থাইল্যান্ড, দাবি সেনার। সরাসরি সেনা ক্য়াম্পেই হামলা...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন