Mark Zuckerberg: নতুন বছরে সুখবর জুকারবার্গের, স্ত্রীর বেবি বাম্পের ছবি পোস্ট ফেসবুক কর্ণধারের

জুকারবার্গ এবং প্রিসচিলা চ্যান ২০১২ সালে গাঁটছড়া বাধলেও তাঁদের প্রেম কলেজজীবন থেকে। ৩৭ বছর বয়সি চ্যান শিশু বিশেষজ্ঞ।

Mark Zuckerberg: নতুন বছরে সুখবর জুকারবার্গের, স্ত্রীর বেবি বাম্পের ছবি পোস্ট ফেসবুক কর্ণধারের
মার্ক জুকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসচুলা চ্যানের বেবি বাম্পের ছবি। সৌজন্য: ইনস্টাগ্রাম।

| Edited By: Sukla Bhattacharjee

Jan 01, 2023 | 10:20 PM

নিউ ইয়র্ক: ২০২৩ স্পেশাল হতে চলেছে ফেসবুকের কর্ণধারের কাছে। ফের বাবা হতে চলেছেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। রবিবার, ইংরেজি নববর্ষের প্রথম দিন তিনি নিজেই খবরটি জানিয়েছেন। গর্ভবতী স্ত্রী প্রিসসিলা চ্যানের সঙ্গে ইনস্টাগ্রামে নিজের ছবিও পোস্ট করেছেন জুকারবার্গ। এই নিয়ে তৃতীয়বার বাবা হতে চলেছেন তিনি।

ইনস্টাগ্রামে গর্ভবতী স্ত্রী প্রিসচিলা চ্যানের সঙ্গে নিজের ছবি পোস্ট করে ইঙ্গিতে ফের বাবা হওয়ার কথা জানিয়েছেন মার্ক জুকারবার্গ। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্ত্রীর গর্ভে হাত দিয়ে তিনি লিখেছেন, “হ্যাপি নিউ ইয়ার! ২০২৩-এর সমস্ত রোমাঞ্চ এবং ভালবাসা এখানেই রয়েছে।” ইনস্টাগ্রাম পোস্টে কালো শ্যুট পড়ে হাসি মুখে দেখা যাচ্ছে মার্ক জুকারবার্গকে। তাঁর স্ত্রী প্রিসচিলারও হাসিমুখ রয়েছে। আরেকটি ছবিতে মার্ক জুকারবার্গের মেয়ের একটি ছবি রয়েছে।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে মার্ক জুকারবার্গ ইনস্টাগ্রাম পোস্টে প্রথমবার তাঁর তৃতীয়বার বাবা হতে যাওয়ার কথা ঘোষণা করেন। সেকথা জানিয়ে তিনি লিখেছিলেন, “অসীম ভালবাসা। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ম্যাক্স এবং আগস্ট আগামী বছর এক নতুন ছোট্ট বোন পাবে।”

প্রসঙ্গত, ২০১২ সালে প্রিসচিলা চ্যানের সঙ্গে গাঁটছড়া বাধেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। ২০১৫ সালের ডিসেম্বর প্রথম কন্যাসন্তানের বাবা হন তিনি। মেয়ের নাম রাখেন ম্যাক্স চ্যান জুকারবার্গ। এরপর ২০১৭ সালের আগস্টে জুকারবার্গ দম্পতির কোলে আসে দ্বিতীয় কন্যাসন্তান। তার নাম আগস্ট।

জুকারবার্গ এবং প্রিসচিলা চ্যান ২০১২ সালে গাঁটছড়া বাধলেও তাঁদের প্রেম কলেজজীবন থেকে। ৩৭ বছর বয়সি চ্যান শিশু বিশেষজ্ঞ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করার পর তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে যান। সেখানেই তাঁদের প্রথম সাক্ষাৎ হয় এবং ২০০৩ সাল থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১২ সালের ১৯ মে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছর তাঁরা মহাসমারোহে দশম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন।