Jagannath University: বিখ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘শাটডাউন’, রাস্তাতেই রাত কাটাচ্ছেন পড়ুয়ারা

Jagannath University: বৃহস্পতিবারও কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কেউ কেউ রাতভর রাস্তায় ঘুমিয়েছেন। তাঁদের মোট চার দফা দাবি রয়েছে।

Jagannath University: বিখ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন, রাস্তাতেই রাত কাটাচ্ছেন পড়ুয়ারা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 15, 2025 | 9:35 PM

ঢাকা:

‘শাটডাউন’ ঘোষণা করা হল বাংলাদেশের বিখ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইসউদ্দিন। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা করেছেন তিনি।

অধ্যাপক রইসউদ্দিন জানিয়েছেন, “আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি, দাবি আদায়ের জন্য এসেছি। আমাদের উপর নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছে। এটি সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায়। আমরা কারও বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি, কোনও ষড়যন্ত্র করতে আসেনি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।” দাবি আদায়ের আগে পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন চলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনও ক্লাস ও পরীক্ষা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবারও কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কেউ কেউ রাতভর রাস্তায় ঘুমিয়েছেন। তাঁদের মোট চার দফা দাবি রয়েছে। দাবিগুলি হল ৭০ শতাংশ পড়ুয়ার জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করতে হবে, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দিতে হবে, পুলিশের অতর্কিত হামলার ঘটনায় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গতকাল বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার তাঁকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের জলের বোতল ছোড়ার অভিযোগ ওঠে।