
বছর পার করতে চলল ইজরায়েল-হামাসের যুদ্ধ। সীমান্তের লড়াই পৌঁছে গিয়েছে দেশের অন্দরে। মিসাইলের হামলা থেকে রক্ষা পাচ্ছে না স্কুল, হাসপাতালও। ত্রাণশিবিরে গোলাবর্ষণে প্রতিনিয়তই মৃত্যুর খবর মিলছে। রক্তক্ষয়ী এই লড়াইয়ে হাজার হাজার প্রাণ গিয়েছে। বিপন্ন লক্ষাধিক প্রাণ। শুধু তো ইজরায়েল-প্যালেস্তাইনই নয়, লেবানন, সিরিয়া সহ মধ্য প্রাচ্যের একাধিক দেশেই যুদ্ধ, গৃহযুদ্ধ, ক্ষমতার টানাপোড়েন লেগে রয়েছে। আইসিস, আল কায়েদা, হিজবুল্লার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি গোটা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু এরা পুরোপুরিভাবে নিজে থেকেই লড়ছে, তা বলা যায় না। এদের পিছন থেকে টান দিচ্ছে অদৃশ্য সুতো। যার কলকাঠি দুই দেশের হাতে। কারা এরা? মধ্য প্রাচ্যের দুই দেশ, যারা উচ্চাকাক্ষ্মায় ভরপুর। একদিকে সৌদি আরব, অন্যদিকে দিকে ইরান। ইজরায়েল-হামাসের মধ্যে এই বিরোধের পিছনেও রয়েছে সৌদি আরব ও ইরানের হাত। তবে এই যুদ্ধ কিন্তু আজকের নয়। এর আগেও একাধিক দেশের মধ্যে যুদ্ধে বহুবার নাম জড়িয়েছে দুই দেশের।...