তাইওয়ান: নিত্যনতুন ভিন্ন স্বাদের নুডলস হোক বা অদ্ভূত সব স্যুপ, তাইওয়ান বললেই মাথায় আসে এই সব খাবারের কথাই। কিছুদিন আগেই আইসোপড নামে এক অদ্ভুত দর্শন সামুদ্রিক জীবের ব়্যামেন নুডলস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল তাইওয়ানের তাইপেইয়ের এক রেস্তোরাঁ। এবার সেই তাইওয়ানেই পাওয়া যাচ্ছে একেবারে গডজ়িলার স্যুপ(Taiwan’s Godzilla Soup)! হ্যাঁ ঠিকই পড়ছেন। ইতিমধ্যেই এই খাবারের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বের খাদ্য-রসিকদের মধ্যে।
সূত্রের খবর, তাইওয়ানের দউলিউ সিটির ইউলিন কান্ট্রি রেস্তোরাঁ এই খাবার তৈরি করে চমকে দিয়েছে সকলকে। দেখা যাচ্ছে কিছু লেবু, কিছু ডিম, ভুট্টার সঙ্গে প্লেটে রাখা হয়েছে একটি কুমিরের পা। যা দেখেই আঁতকে উঠছেন সকলে। নাম দেওয়া হয়েছে ‘গডজ়িলা ব়্যামেন’। যদিও এখনও পর্যন্ত এই অদ্ভূত খাবার খাওয়ার সাহস দেখাননি কেউই। এমনটাই জানাচ্ছেন ওই রেস্তোরাঁর কর্মচারিরা।
খেতে হলে আগে থেকে দিতে হবে অর্ডার। তারপরই রেস্তোরাঁয় গেলে মিলবে এই ‘গডজ়িলা ব়্যামেন’। দাম ১৫০০ তাইওয়ান ডলারের কাছাকাছি। তবে এই রেস্তোরাঁ মালিক জানাচ্ছেন কেউ চাইলে তাঁদের আরও বিভিন্ন পদও খেয়ে দেখতে পারেন। রয়েছে পর্ক, বিফের বিভিন্ন প্রকারে স্যুপ। রয়েছে গভীর সমুদ্রে থাকা বিভিন্ন বিরল প্রজাতির প্রাণীর মাংস, স্যুপ, নুডলস।