
হেলিসিঙ্কি: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ২০১৯ সালে ইউরোপের এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ৩৪ বছর। তিনিই ছিলেন বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। সুন্দরী এই রাষ্ট্রপ্রধান তিন বছর আগে বিয়ে করেছিলেন নিজের দীর্ঘ দিনের প্রেমিক মার্কাস রাইককোনেনকে। কিন্তু সেই সম্পর্ক এ বার ভাঙতে চলেছে। মার্কাসের সঙ্গে বিবাহবিচ্ছেদ করবেন মারিন। যৌথ সম্মতিতেই তাঁরা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলে জানিয়েছেন মারিন। বুধবার নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই ঘোষণা করেছেন তাঁরা। নিজেদের বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁরা লিখেছেন, “১৯ বছর এক সঙ্গে কাটাতে পেরে আমরা ধন্য। আমাদের প্রিয় কন্যার জন্মও হয়েছে এই সময়কালে। ভবিষ্যতেও আমরা প্রিয় বন্ধু হয়েই থাকব।”
কমবয়সেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন মারিন। প্রধানমন্ত্রী হওয়ার আগেও তিনি জায়গা করে নিয়েছিলেন মন্ত্রিসভায়। ২০১৯ সালে মাত্র ৩৪ বছর বয়সে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন তিনি। ২০২০ সালে নিজের দীর্ঘদিনের বন্ধু মার্কাসকে বিয়ে করেন তিনি। কোভিড অতিমারির সময়েই বিয় করেছিলেন তাঁরা। তাঁদের ৫ বছরের মেয়েও রয়েছে। মার্কাসকে বিয়ের পর মারিন লিখেছিলেন, “আমাদের যৌবন এক সঙ্গে কাটিয়েছি আমরা। মেয়ের জন্য অভিভাবক হিসাবেও নিজেদের দায়িত্ব পালন করছি।”
গত মাসেই ফিনল্যান্ডে হয়েছে পার্লামেন্ট নির্বাচন। সেই নির্বাচনে হেরে গিয়েছে মারিনের দল সোশ্যাল ডেমোক্রেকিট পার্টি। দক্ষিণপন্থী ন্যাশনাল কোয়ালিশন পার্টি ও ন্যাশনালিস্ট ফিনস পার্টির কাছে হেরে গিয়েছে তাঁর দল। নতুন সরকার শপথ নিলেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন মারিন। তাঁর আগে নিজের ব্যক্তিগত সম্পর্কও ভাঙনের মুখে।