Fire in Dhaka Airport: বিধ্বংসী আগুন ঢাকা বিমানবন্দরে, নামল ৩ বাহিনী, বিমান ওঠানামা আপাতত বন্ধ

Bangladesh: জানা যাচ্ছে, এ দিন বেলা আড়াইটে নাগাদ কার্গো ভিলেজ অর্থাৎ যে অংশে পণ্য সামগ্রী মজুত করে রাখা হয় সেখানেই কোনও ভাবে আগুন লেগে গিয়েছে। মূলত, দেশের জন্য আমদানিকৃত পণ্য এই স্থানেই জমা করে রাখা হয়। হঠাৎই ধোঁয়া দেখতে পান সেখানে কর্মরত ব্যক্তিরা।

Fire in Dhaka Airport: বিধ্বংসী আগুন ঢাকা বিমানবন্দরে, নামল ৩ বাহিনী, বিমান ওঠানামা আপাতত বন্ধ
ঢাকায় বিধ্বংসী আগুনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 18, 2025 | 4:55 PM

ঢাকা: ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশের ঢাকার (Dhaka) বিমানবন্দরে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ধরে গিয়েছে বলে খবর। জানা যাচ্ছে, শনিবার দুপুর আড়াইটে নাগাদ কার্গো ভিলেজের আট নম্বর গেটে আগুন লাগে। কালো  ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। শেষ পাওয়া খবর অনুযায়ী দমকলের তিরিশটি ইঞ্জিন কাজ করছে।

জানা যাচ্ছে, এ দিন বেলা আড়াইটে নাগাদ কার্গো ভিলেজ অর্থাৎ যে অংশে পণ্য সামগ্রী মজুত করে রাখা হয় সেখানেই কোনও ভাবে আগুন লেগে গিয়েছে। মূলত, দেশের জন্য আমদানিকৃত পণ্য এই স্থানেই জমা করে রাখা হয়। সেখানেই হঠাৎই ধোঁয়া দেখতে পান সেখানে কর্মরত ব্যক্তিরা। পরবর্তীতে দেখা যায় কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। গলগল আগুন বেরতে শুরু করে।

এ দিকে, আগুন লাগার খবর পৌঁছতেই রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। আগুনের দাপট এতটাই বেশি যে দমকলকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আগুন নেভাতে। ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশান সহ ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী,বাংলাদেশ বিমানবাহিনীর দু’টি ফায়ার ইউনিট পৌঁছয়। আগুন নেভাতে হাত লাগিয়েছে নৌবাহিনীও। ইতিমধ্য়েই সেখানে থাকা মানুষজনকে এলাকা থেকে সরিয়ে ফেলা হয়েছে। সঙ্গে চলছে লাগাতার মাইকিং। আগুনের জেরে আপাতত বন্ধ রয়েছে সমস্ত রকম বিমান ওঠানামা।

এ দিকে, আজও ছাত্রও আন্দোলনে উত্তপ্ত হয়েছে ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে ঢাকায় সংসদের সামনে জুলাই আন্দোলনকারীদের ব্যাপক বিক্ষোভ। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে সংঘর্ষ হয়। বাধ্য লাঠিপেটা করতে হয় পুলিশ। পাল্টা চলে ইটবৃষ্টি। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৩৬ জন আহত হয়েছেন।