London Bridge: লন্ডন ব্রিজে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেখুন ভিডিয়ো

জ্বালানি তেলের একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল লন্ডন ব্রিজে। ভস্মীভূত হয়ে গিয়েছে জ্বালানি তেলের ট্রাক সহ গাড়িটি।

London Bridge: লন্ডন ব্রিজে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেখুন ভিডিয়ো
লন্ডন ব্রিজে অগ্নিকাণ্ড।

| Edited By: Sukla Bhattacharjee

Apr 22, 2023 | 7:55 PM

লন্ডন: বড় অঘটন লন্ডন ব্রিজে। জ্বালানি তেলের একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল লন্ডন ব্রিজে। ভস্মীভূত হয়ে গিয়েছে জ্বালানি তেলের ট্রাক সহ গাড়িটি। এখানেই শেষ নয়, আগুনের লেলিহান শিখা ব্রিজের আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এমনকি উপর থেকে আগুন নীচে নেমে এসেছে এবং টেমস নদীর উপর নির্মিত এই ব্রিজের পিলারের পাশ্ববর্তী অংশেও ছড়িয়ে পড়েছে। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯৫টি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে ইতিমধ্যে ১ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন গুরুতর আহতও হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা ১১টা নাগাদ নিউ লন্ডন ও গ্রোটোনের মাঝে টেমস নদীর উপর নির্মিত গোল্ড স্টার মেমোরিয়াল ব্রিজের উপর জ্বালানি তেলের একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে ট্রাকটিতে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে সেই আগুন গাড়ি সহ ব্রিজ সংলগ্ন রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ট্রাকের চালকের। গাড়ির চালক সহ আরোহীরা গুরুতর জখম হয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু, আগুন দ্রুত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত দমকলের ৯৫টি ইঞ্জিনের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় গর্ভনর নেড ল্যামোন্ট বলেন, ধোঁয়া, আগুনের লেলিহান শিখা পাইপ বেয়ে নীচে নেমে আসে এবং টেমস নদীতেও ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কীভাবে ব্রিজের উপর থেকে নীচে পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে, সেটা দেখলে রীতিমতো ভয় ধরাবে। এই অগ্নিকাণ্ডে ব্রিজের বিস্তীর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে লন্ডন ব্রিজে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়।