পাঁচতারা হোটেলের সিঁড়িতে ছড়িয়ে দেওয়া হয় পেট্রল, যশোরে ঝলসে মৃত্যু অন্তত ১৮ জনের

Aug 06, 2024 | 9:44 AM

Bangladesh Fire: বাংলাদেশের যশোরের ওই হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায় সোমবার বিকেল ৪টের দিকে। জাবি ইন্টারন্যাশনাল নামে ওই হোটেলের মালিক শাহীন চাকলাদার আওয়ামি লীগের সদস্য।

পাঁচতারা হোটেলের সিঁড়িতে ছড়িয়ে দেওয়া হয় পেট্রল, যশোরে ঝলসে মৃত্যু অন্তত ১৮ জনের
হোটেলে জ্বলছে আগুন

Follow Us

যশোর: শেখ হাসিনা পদত্যাগ করার পর আপাতত বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার গঠনের কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সব মৃত্যুর বিচার হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, ছাত্র আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর কি বাংলাদেশের পরিস্থিতি শান্ত হবে? সোমবার যখন বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস চলছে, তখন পাঁচতারা হোটেলে লাগিয়ে দেওয়া হল আগুন। ঝলসে মৃত্যু হল অন্তত ১৮ জনের।

বাংলাদেশের যশোরের ওই হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায় সোমবার বিকেল ৪টের দিকে। জাবি ইন্টারন্যাশনাল নামে ওই হোটেলের মালিক শাহীন চাকলাদার আওয়ামি লীগের সদস্য। বিকেলে দেখা যায়, পাঁচতারা হোটেলে নীচ থেকে ওপর পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে।

যশোরের চিত্রার মোড়ে অবস্থিত ওই ১৪ তলা হোটেল রাত পর্যন্ত জ্বলতে থাকে। হোটেলের এক কর্তা জানিয়েছেন রাত প্রায় ১১ টা পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে ওই হোটেলে। এছাড়া বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ, আন্দোলনকারীদের একাংশ পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দেয় ওই হোটেলে। ফলে পুরো হোটেলে আগুন লেগে যায় কয়েক মিনিটের মধ্যে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বজনদের খুঁজতে রাত থেকেই হাসপাতালের সামনে বেড়েছে ভিড়।

Next Article