এবার বার্ড ফ্লু আতঙ্ক, প্রথমবার ধরা পড়ল মানব শরীরে
পূর্ব চিনের জিয়াংসু প্রদেশে বার্ড ফ্লুর এই বিশেষ স্ট্রেন থেকে মানুষের সংক্রমণের প্রথম ঘটনার খবর পাওয়া গিয়েছে।
জ্যোতির্ময় রায় : শিয়রে সংকট! এবারও আবার সেই চিন। করোনা নিয়ে গোটা বিশ্ব যখন হাবুডুবু খাচ্ছে, তারই মধ্যে মঙ্গলবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে যে সে দেশের জিয়াংসু প্রদেশে H10N3 বার্ড ফ্লুতে প্রথম মানব সংক্রমণের ঘটনা ঘটেছে। এর অর্থ হ’ল H10N3 বার্ড ফ্লু সংক্রমণ এই প্রথমবার একজন মানুষের শরীরে ধরা পড়ে।
এই বার্ড ফ্লু সংক্রমণ জিয়াংসু প্রদেশের জিনজিয়াং সিটিতে এক ৪১ বছর বয়সী পুরুষের মধ্যে দেখা যায়। এটি বিশ্বাস করা হয় যে এই বার্ড ফ্লু পোল্ট্রি চাষের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটি বড় আকারে ছড়িয়ে যাওয়ার ঝুঁকি খুব কম। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে লিখিত বিবৃতির ভিত্তিতে এই তথ্য জানা গিয়েছে। জাতীয় স্বাস্থ্য কমিশন বলেছে যে এখনও পর্যন্ত বিশ্বে H10N3 বার্ড ফ্লুতে মানুষের সংক্রমণের কোনও ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল চিনের আরও একটি ভ্যাকসিন
জানা গিয়েছে, আক্রান্তের অবস্থা এখনও স্বাভাবিক এবং শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হবে। এই ব্যক্তির সংস্পর্শে আসা লোকদের মধ্যেও এই সংক্রমণটি পাওয়া যায়নি। চিন এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অনেকগুলি স্ট্রেন রয়েছে এবং এর মধ্যে কিছু মানুষ মানুষকে সংক্রামিতও করেছে।