নিউ ইয়র্ক: প্রবল বৃষ্টিপাত ও হড়পা বানে বিধ্বস্ত নিউ ইয়র্ক শহর (NewYork City)। কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই জলের তলায় চলে গিয়েছে নিউ ইয়র্ক শহরের বিস্তীর্ণ অংশ। এছাড়া নিউ জার্সি এবং সংলগ্ন এলাকাতেও বন্যা-সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সমগ্র নিউ ইয়র্ক শহরে স্টেট অফ এমার্জেন্সি (State of Emergency) ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকেই নিউ ইয়র্কে টানা বৃষ্টিপাত শুরু হয়। ২৪ ঘণ্টার মধ্যেই শহরের বিস্তীর্ণ অংশে ৩ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি জল দাঁড়িয়ে গিয়েছে। রাস্তা থেকে হাইওয়েতেও জল দাঁড়িয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার বৃষ্টিতে এভাবে শহরের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হওয়ার ঘটনা নতুন ‘ইতিহাস’ গড়তে চলেছে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্যমের।
এদিকে, হড়পা বানে জলমগ্ন হয়ে পড়েছে ম্যানহাটনের বিস্তীর্ণ এলাকা, কোনি আইল্যান্ড, ফরেস্ট হিল, এমনকি কুইন্সের লাগুরদিয়া বিমানবন্দরও। বন্যা-পরিস্থিতি সামাল দিতে শুক্রবার গভর্নর ক্যাথে হোচুল নিউ ইয়র্ক শহর-সহ লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করেছেন। জলমগ্ন এলাকাগুলিতে যাঁদের একতলা বাড়ি, তাঁদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।