
ফ্লোরিডা: রবি শঙ্করকে অনন্য সম্মান। ফ্লোরিডার জ্যাকসনভিল ১৬ জুনকে শ্রী শ্রী রবি শঙ্কর দিবস হিসাবে ঘোষণা করল। বিশ্ব জুড়ে শান্তি, মানসিক স্বাস্থ্য ও সামাজিক সম্প্রীতির বার্তা দিয়েছেন রবি শঙ্কর তাঁর আর্ট অব লিভিং ফাউন্ডেশনের মাধ্যমে। তাঁর সেই কাজকেই সম্মান জানাল ফ্লোরিডার এই শহর।
ইউনিভার্সিটি অব নর্থ ফ্লোরিডায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই শ্রী রবি শঙ্করকে সম্মান জানিয়ে জ্যাকসনভিলের মেয়র এই ঘোষণা করেন এবং ঘোষণাপত্র তাঁর হাতে তুলে দেন।
প্রসঙ্গত, এই নিয়ে নর্থ আমেরিকার ৩২টি শহর শ্রী রবি শঙ্করকে উৎসর্গ করে তাঁর জন্য একটি নির্দিষ্ট দিন ঘোষণা করল। এর আগে অস্টিন, টেক্সাস, শিকাগো, ইলিওনিস, আটলান্টা, ডেট্রয়েট, মিশিগান, মিসৌরি, অ্যালাবামা, টেক্সাস, কলম্বাস, সিনসিনাটি, ওহাইয়ো, ওটায়া, এডমন্টন, হ্য়ালিফ্যাক্স সহ একাধিক শহর একটি নির্দিষ্ট দিনকে উৎসর্গ করেছে।
গুরু রবি শঙ্কর দেশেও অত্যন্ত জনপ্রিয়। তাঁকে সর্বোচ্চ সম্মান, পদ্ম বিভূষণে ভূষিত করা হয়েছে। মোনাকো, কলম্বিয়াস প্যারাগুয়ে, মঙ্গোলিয়া সহ একাধিক দেশেও তাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়েছে।