
ওয়াশিংটন: পৃথিবীর বুকেই রয়েছে ভিনগ্রহীরা (Alien)? রয়েছে ইউএফও(UFO)-ও? এমনই চাঞ্চল্য়কর দাবি করলেন এক প্রাক্তন মার্কিন গোয়েন্দা আধিকারিক (Former US Intelligence Officer)। তাঁর দাবি, মার্কিন সরকারের কাছে ইউএফও বা ভিন গ্রহের যান রয়েছে। সরকারের কাছে এলিয়ান বা ভিনগ্রহীদের দেহও রয়েছে। বুধবার ওয়াশিংটনের হাউস ওভারসাইট কমিটির সামনে দাঁড়িয়ে এই চাঞ্চল্যকর দাবি করেন গ্রাস নামক ওই প্রাক্তন গোয়েন্দা আধিকারিক। গত জুন মাসেই তিনি দাবি করেছিলেন মার্কিন সরকারের কাছে এলিয়ানদের যান বা স্পেসক্রাফ্ট (Spacecraft) রয়েছে।
গত জুন মাসে ওই প্রাক্তন মার্কিন গোয়েন্দা আধিকারিক অভিযোগ করেন যে মার্কিন কংগ্রেসের কাছ থেকে ভিনগ্রহীদের উপস্থিতির তথ্য লুকোচ্ছে মার্কিন সরকার। তাঁর এই দাবিতে চাঞ্চল্য শুরু হয়। রিপাবলিকানদের নেতৃত্বে ওভারসাইট কমিটি তাঁর দাবির প্রেক্ষিতে তদন্ত শুরু করে।
মার্কিন সরকারের তরফে গ্রাসের এই দাবি অস্বীকার করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়, তদন্তে ভিনগ্রহীদের উপস্থিতি বা গ্রহযানের উপস্থিতির এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।
গতকাল ওই মামলার শুনানিতে গ্রাস জানান, মানব নয়, এমন দেহ উদ্ধার করেছে সরকার, কিন্তু তারা দাবি করছে যে কখনও ভিনগ্রহীদের বা তাদের দেহ দেখেনি। ওই প্রাক্তন মার্কিন গোয়েন্দা দাবি করেন, তিনি নিজে ভিনগ্রহের যান দেখেননি, তবে উচ্চ পর্যায়ের গোয়েন্দাদের ইন্টারভিউ থেকে এই তথ্য জানতে পেরেছে।
গ্রাস আরও দাবি করেন, মার্কিন সরকার কয়েক দশক ধরে তদন্ত চালাচ্ছে। ভেঙে পড়া ইউএফও-টিকে ঠিক করার জন্য রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহারও করেছে।