Trump On Russian Invasion : পুতিনকে ‘জিনিয়াস’ বলেও নিজের থুতু নিজে গিললেন ট্রাম্প

Trump On Russian Invasion : গত ২৩ ফেব্রুয়ারি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের প্রশংসা করে বলেছিলেন, "প্রতিভাবান" এবং "খুব বুদ্ধিমান" মানুষ। সেইসময় পুতিন ইউক্রেনের ডনবাসের দুই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন।

Trump On Russian Invasion : পুতিনকে 'জিনিয়াস' বলেও নিজের থুতু নিজে গিললেন ট্রাম্প
গ্রাফিক্স : টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2022 | 5:42 PM

ওয়াশিংটন : যুদ্ধ বেধেছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। কিন্তু এই যুদ্ধ নিয়েই আড়াআড়ি বিভক্ত হয়েছে গোটা বিশ্ব। কেউ পুতিনের পক্ষে দাঁড়িয়েছ। কোনও দেশ আবার পুতিনের তীব্র ভর্ৎসনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বর্তমান প্রেসিডেন্ট প্রথম থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনায় সরব হয়েছেন। পুতিনের এই আগ্রাসী মনোভাবে রাশিয়ার উপর বিভিন্ন আর্থিক নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। তবে যেখানে জো বাইডেন পুতিনের ভর্ৎসনা করছেন সেইসময় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের প্রশংসা করে বলেছিলেন, “প্রতিভাবান” এবং “খুব বুদ্ধিমান” মানুষ। সেইসময় পুতিন ইউক্রেনের ডনবাসের দুই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন। সেই সময় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মুখে পুতিনের প্রশংসায় জল্পনা ছড়িয়েছিল।

তবে সম্প্রতি নিজের এই অবস্থান থেকে সরেও এসেছেন ট্রাম্প। নিজের ভুল শুধরে নিয়ে তিনি একটি মার্কিন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, “এই মানুষদের হত্যা করা বন্ধ করতে হবে রাশিয়াকে” এবং এই যুদ্ধ থামাতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিরও পরামর্শ দিয়েছেন। তিনি রাশিয়ার আগ্রাসনকে ‘হলোকস্ট’ বা ‘ব্যাপক হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, “আমরা একটা ব্যাপক হত্যাাকাণ্ড দেখছি। এর আগে এরকম ঘটনা আমি আগে কখনও দেখিনি। তারা শিশু, মহিলা, পেশাদার এবং মানুষ সমেত বাড়ি-ঘর উড়িয়ে দিচ্ছে।” তিনি আরও বলেছেন যে, “কোনও ভেদাভেদ ছাড়া নির্বিশেষে তারা সব উড়িয়ে দিচ্ছে। তারা শুধু বড় মিসাইল হামলা করছে এবং রকেট হামলা করছে এইসব বাড়ি-ঘরে এবং সকলে মারা যাচ্ছে।”

এক সপ্তাহের মধ্যেই নিজের অবস্থান পাল্টে ফেললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ডোনাল্ডের ভালো সম্পর্ক প্রায় সর্বজনবিদিত। সেই সুসম্পর্কের খাতিরেই কি পুতিন ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করা সত্ত্বেও তাঁর পদক্ষেপের প্রশংসা শোনা গিয়েছিল ট্রাম্পের মুখে! প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের হয়ে নির্বাচনে আমেরিকাবাসীকে প্রভাবিত করতে দেখা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। সেই বন্ধুত্বের উপর ভর করেই প্রথমে পুতিনের প্রশংসা করলেও যুদ্ধের ভয়াবহতা চাক্ষুষ করে মানবিক আবেদন করেছেন ট্রাম্প।

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, কীভাবে ট্যাঙ্কার চুরি করবেন! শেখালেন এক মহিলা