Donald Trump: প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ছেলের টুইটে শোরগোল, পরে জানা গেল…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 21, 2023 | 7:13 AM

X Account Hacked: ২০ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের 'ভেরিফায়েড' এক্স অ্যাকাউন্ট থেকেই হঠাৎ একের পর এক টুইট হতে থাকে। একটি টুইটে লেখা হয়, "আমি অত্য়ন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে আমার বাবা ডোনাল্ড ট্রাম্প প্রয়াত হয়েছেন।"

Donald Trump: প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ছেলের টুইটে শোরগোল, পরে জানা গেল...
সত্যিই কি প্রয়াত হয়েছেন ট্রাম্প?
Image Credit source: Twitter

Follow Us

ওয়াশিংটন: প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরেই তুমুল হইচই। কারণ এই কথা অন্য কেউ নন, এক্সে (X) (টুইটারের পরিবর্তিত নাম) পোস্ট করেছেন খোদ তাঁর বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। টুইটারে বাবার মৃত্যুর খবর ঘোষণার পরই শোরগোল পড়ে যায়। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম সরাসরি ট্রাম্পের ছেলের সঙ্গে যোগাযোগ করেন। তখনই বেরিয়ে আসে আসল সত্য। জানা যায়, টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের (Donald Trump Jr)। সেই হ্য়াক হওয়া অ্যাকাউন্ট থেকেই একগাদা টুইট করা হয়েছিল, যার একটিতে দাবি করা হয় যে প্রাক্তন প্রেসিডেন্ট মারা গিয়েছেন!

বরাবরই আলোচনায় থেকেছেন ডোনাল্ড ট্রাম্প। তা সে প্রেসিডেন্ট থাকাকালীন নানা বিতর্কিত মন্তব্য বা আচরণের জন্যই হোক বা পদ খোয়ানোর পর দুর্নীতি মামলা থেকে শুরু করে পর্ন তারকার সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে। আগামী ২০২৪ সালেও ফের একবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলেছেন ট্রাম্প। তার আগেই সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ল তাঁর মৃত্যু খবর।

এই টুইট ঘিরেই বিতর্ক।

বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ‘ভেরিফায়েড’ এক্স অ্যাকাউন্ট থেকেই হঠাৎ একের পর এক টুইট হতে থাকে। একটি টুইটে লেখা হয়, “আমি অত্য়ন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে আমার বাবা ডোনাল্ড ট্রাম্প প্রয়াত হয়েছেন। আমি আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব।”

এই টুইট পোস্ট হতেই শোরগোল পড়ে যায়। কয়েক মিনিটেই ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি মানুষ সেই টুইট দেখেন। কয়েক হাজার শেয়ারও হয় সেই টুইট। ট্রাম্পের মৃত্যু খবর ছড়িয়ে পড়ে হু হু করে। অনেকেই বিশ্বাস করে নেন যে সত্যিই হয়তো ট্রাম্প মারা গিয়েছেন। তবে কয়েকজন টুইটার ব্য়বহারকারী সন্দেহ প্রকাশ করেন যে আদৌই কি এই খবর সত্যি। ট্রাম্প জুনিয়রের অ্যাকাউন্টে একের পর এক পোস্ট হওয়া ঘিরেই তারা সন্দেহ প্রকাশ করেন। পরে জানা যায়, সেই সন্দেহই সত্যি। ট্রাম্প জুনিয়রের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সেখান থেকেই পোস্ট করা হয়েছে ভুয়ো টুইট। আসলে বহাল তবিয়তেই রয়েছেন ট্রাম্প। গোটা বিষয়টি সামনে আসার কিছুক্ষণ পরেই টুইটগুলি সরিয়ে ফেলা হয়।

Next Article