2026 Nostradamus’ Predictions: ফুঁসছে অনেকদিন ধরে, এবার তাণ্ডব! ২০২৬-এই উত্থান হবে ‘তাঁর’, বলে গিয়েছেন নস্ত্রাদামুস

2026 Prediction: ১৫০০ শতাব্দীতেই তিনি এমন নানা ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা শত বর্ষ পরেও সত্যি বলে প্রমাণিত হয়েছিল। যেমন অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১ হামলা বা করোনা মহামারি। কীভাবে কয়েকশো বা কয়েক হাজার বছর পরে কী হবে, তা দেখেছিলেন নস্ত্রাদামুস? সেই উত্তর জানা নেই।

2026 Nostradamus Predictions: ফুঁসছে অনেকদিন ধরে, এবার তাণ্ডব! ২০২৬-এই উত্থান হবে তাঁর, বলে গিয়েছেন নস্ত্রাদামুস
ফাইল চিত্র।Image Credit source: X

|

Jan 02, 2026 | 12:11 PM

নতুন বছরে পা। শুরু হল ২০২৬ সাল। নতুন বছরকে ঘিরে সকলেরই অনেক আশা-প্রত্যাশা থাকে। আবার অনেকেরই মনে প্রশ্ন থাকে যে নতুন বছর কেমন যাবে? নতুন বছর শুরু হতেই সামনে এল নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী। কে এই নস্ত্রাদামুস? কেনই বা বিখ্যাত তিনি? ২০২৬ সাল নিয়ে কী কী বলে গিয়েছেন জ্যোতিষী?

ফরাসি জ্যোতিষী তথা চিকিৎসক ছিলেন নস্ত্রাদামুস। ১৫০০ শতাব্দীতেই তিনি এমন নানা ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা শত বর্ষ পরেও সত্যি বলে প্রমাণিত হয়েছিল। যেমন অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১ হামলা বা করোনা মহামারি। কীভাবে কয়েকশো বা কয়েক হাজার বছর পরে কী হবে, তা দেখেছিলেন নস্ত্রাদামুস? সেই উত্তর জানা নেই।

২০২৫ সালে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামার ভবিষ্যদ্বাণী করেছিলেন, পাশাপাশি পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়বে এবং ব্রাজিলে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় আসবে এবং প্রাচীন প্লেগ আবার ছড়িয়ে পড়বে। এর মধ্যে যুদ্ধ থামা নিয়ে কিছুটা ইতিবাচক দিক দেখা গেলেও, পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়েনি।

২০২৬ সালের ভবিষ্যদ্বাণী-

বিখ্যাত কোনও ব্যক্তির মৃত্যু- নস্ত্রাদামুস লিখে গিয়েছিলেন যে একজন বিখ্যাত মানুষের হত্যা হতে পারে বা এমন কোনও রাজনৈতিক দলের মুখের নিকেশ হতে পারে যা গোটা রাজনীতিকে নাড়িয়ে দেবে।

রক্ত বইবে- সুইৎজ়ারল্য়ান্ডের দক্ষিণে অবস্থিত টিকিনো বিখ্যাত তার অপরূপ সুন্দর ঝিল ও হিমবাহের জন্য। নস্ত্রাদামুস লিখে গিয়েছেন যে এখানে রক্ত বইবে। মনে করা হচ্ছে, পড়শি ইটালির সঙ্গে কোনও সংঘর্ষ বাঁধতে পারে।

বাইবেলের মৌমাছির উত্থান- নস্ত্রাদামুস লিখে গিয়েছেন যে বিশাল মৌমাছি বাহিনীর উত্থান হবে ২০২৬ সালে। কেউ মনে করছেন যে হয়তো কোনও শহরে কীটপতঙ্গের ভয়ঙ্কর আক্রমণ হতে পারে। আবার কেউ বলছেন যে এটা মৌমাছি দিয়ে নস্ত্রাদামুস আসলে কোনও বিশ্বনেতার কথা বোঝাতে চেয়েছেন। হয়তো বিশ্ব রাজনীতিতে বিরাট কোনও পরিবর্তন হতে পারে, ফ্যাসিস্টরা ক্ষমতায় ফিরতে পারে।

সাত মাসের ভয়ঙ্কর যুদ্ধ- নস্ত্রাদামুস সাত মাস ধরে এক যুদ্ধের কথা বলেছেন। শক্তিশালী দুটি দেশের মধ্যে কোনও রক্তক্ষয়ী যুদ্ধের সম্ভাবনা এই বছরে। দক্ষিণ চিন সমুদ্র নিয়ে চিনের সঙ্গে তাইওয়ান, ভিয়েতনাম, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনোইয়ের সঙ্গে যুদ্ধ বাঁধতে পারে।