পঞ্জাব: ফের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ (Gas cylinder blast) হয়ে মৃত্যুর ঘটনা ঘটল পাক পঞ্জাবে। রবিবার সকালে পাকিস্তানের (Pakistan) পঞ্জাব প্রদেশের ঝিলম এলাকায় একটি বহুতলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। জোরাল বিস্ফোরণে বহুতলটি একেবারে ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের এবং গুরুতর জখম হয়েছেন ১০ জন।
ঝিলমের ডেপুটি কমিশনার সামিউল্লাহ ফারুক জানান, ঝিলমে জিটি রোডের উপর অবস্থিত একটি তিনতলা বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে জোরাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোণের তীব্রতা এতটাই ছিল যে, বহুতলটি ধসে পড়ে। খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় এবং ধ্বংসস্তূপের নীচে থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। তবে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৪-৫ জনের মৃত্যু হয় এবং ১০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ডিসিপি।
অন্যদিকে, বহুতলটি ভেঙে পড়ার পরই মেশিন দিয়ে জরুরি ভিত্তিতে ধ্বংসস্তূপ সরানো হয় এবং আপৎকালীন তৎপরতার সঙ্গে হাসপাতালের চিকিৎসকেরা আহতদের চিকিৎসা শুরু করেন বলে জানিয়েছেন ঝিলম জেলা পুলিশ আধিকারিক।
প্রসঙ্গত, গত শুক্রবারই পঞ্জাবের সারগোধা জেলার ভালওয়াল তেহসিল এলাকায় একটি গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয় এবং ১৪ জন গুরুতর জখম হয়েছেন। এর আগে গত মাসে তিনটি পৃথক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৭ জন জখম হয়েছেন।