Gaza Ceasefire: রমজান মাসে গাজায় হামলা নয়, রাষ্ট্রসঙ্ঘে পাশ যুদ্ধবিরতি প্রস্তাব

Sukla Bhattacharjee |

Mar 26, 2024 | 7:12 AM

UN: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে সোমবারই সরব হয় রাষ্ট্রসঙ্গের নিরাপত্তা পরিষদ। গত পাঁচ মাস ধরে যুদ্ধ চলার পর এই প্রথমবার যুদ্ধবিরতির দাবি জানায় রাষ্ট্রসঙ্ঘ। তারপর ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হয়। নিরাপত্তা পরিষদের মোট ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

Gaza Ceasefire: রমজান মাসে গাজায় হামলা নয়, রাষ্ট্রসঙ্ঘে পাশ যুদ্ধবিরতি প্রস্তাব
গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাশ রাষ্ট্রসঙ্ঘে।

Follow Us

নিউ ইয়র্ক: রমজান মাসে সাময়িক স্বস্তি। দীর্ঘ দর কষাকষির পর অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হল রাষ্ট্রসঙ্ঘে। রমজান মাসে গাজায় হামলা চালাতে পারবে না ইজরায়েল। ফলে যুদ্ধ, অতর্কিত হামলা থেকে কিছুটা রেহাই পাবে গাজার অসহায় মানুষগুলো। এদিকে, রাষ্ট্রসঙ্ঘে এই প্রস্তাব পাশ হতেই মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করল ইজরায়েল।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে সোমবারই সরব হয় রাষ্ট্রসঙ্গের নিরাপত্তা পরিষদ। গত পাঁচ মাস ধরে যুদ্ধ চলার পর এই প্রথমবার যুদ্ধবিরতির দাবি জানায় রাষ্ট্রসঙ্ঘ। তারপর ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হয়। নিরাপত্তা পরিষদের মোট ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কোনও ভোট দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বিপক্ষেও মত প্রকাশ করেনি। ফলে কার্যত সর্ব্বসম্মতিক্রমে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতম মাস হল রমজান মাস। তাই ইসলাম অধ্যুষিত গাজায় অন্তত রমজান মাসে যুদ্ধবিরতির প্রস্তাব ওঠে। যুদ্ধবিরতির প্রস্তাব পাশের সঙ্গে বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার প্রস্তাবও গৃহীত হয়। এই প্রস্তাব পাশের পর রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বলেন, “দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি এবং সব বন্দির নিঃশর্ত মুক্তির প্রস্তাব পাশ হল। প্রস্তাবটি যত শীঘ্র সম্ভব বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে কোনরকম দেরি হলে সেটা ক্ষমার অযোগ্য হবে।”

এদিকে, রাষ্ট্রসঙ্ঘে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হতেই মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করল ইজরায়েল। যুক্তরাষ্ট্রে ইজরায়েল কূটনীতির সফরও বাতিল করলেন বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন সফরে যাওয়া ইজরায়েল কূটনীতিককে তড়িঘড়ি দেশে ফেরার বার্তা দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গাজায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। এর ফলে ইজরায়েল বৈশ্বিক সমর্থন হারাতে পারে বলে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।