
ফ্লোরিডা: ঠাকুমার উপর গুলি চালাল ৬ বছরের নাতনি। চলন্ত গাড়ির মধ্যেই এই কাণ্ড ঘটিয়েছে বালিকাটি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরে। তবে বালিকাটি জেনে বুঝে এ কাজ করেনি। বন্দুক নিয়ে খেলতে-খেলতেই দুর্ঘটনাবশত বন্দুক থেকে গুলি ছিটকে বেরিয়ে ঠাকুমাকে বিদ্ধ করেছে বলে পুলিশ সূত্রে খবর।
ফ্লোরিডার নর্থ পোট পুলিশের দফতরের তরফে জানানো হয়েছে, ঠাকুমার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিল ৬ বছরের বালিকাটি। ৫৭ বছর বয়সি ঠাকুমা গাড়ি চালাচ্ছিলেন এবং পিছনের সিটে বসেছিল বালিকাটি। পিছন সিটেই পড়েছিল ঠাকুমার বন্দুক। সেটি নিয়ে খেলতে খেলতে ট্রিগার চেপে ধরে বালিকাটি। আর সে কিছু বুঝে ওঠার আগেই গুলি ছিটকে গিয়ে তার ঠাকুমাকে বিদ্ধ করে।
গুলিবিদ্ধ ওই মহিলা নিজেই পুলিশের হেল্পলাইন নম্বর ৯১১-এ ফোন করেন। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খেলার ছলেই বালিকাটি একাজ করেছে বলে গুলিবিদ্ধ ঠাকুমার দাবি এবং পুলিশেরও অনুমান। তবু এবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বালিকাটিকে নর্থ পোর্ট শিশু সুরক্ষা সেন্টারে পাঠানো হয়েছে।
এই ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছেন নর্থ পোর্ট পুলিশের প্রধান টোড গ্যারিসন। তিনি বলেন, “বন্দুক সুরক্ষার প্রয়োজনীয়তার একটি দুর্ভাগ্যজনক উদাহরণ এটি। এই ঘটনার আরও খারাপ পরিণতি হতে পারত। শিশুরা যাতে আগ্নেয়াস্ত্র থেকে দূরে থাকে, সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক হওয়া উচিত।”
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকেই সুরক্ষার জন্য নিজেদের কাছে লাইসেন্স প্রাপ্ত বন্দুক রাখেন। ফলে প্রায় সময়ই ওই দেশে গোলাগুলির ঘটনা বা গুলিবিদ্ধ হয়ে আত্মহত্যার খবর আসে।