
নয়াদিল্লি: তিনি পাকিস্তানের সেনাপ্রধান। প্রোমোশন পেয়ে নামের পাশে বসিয়ে নিয়েছেন ‘ফিল্ড মার্শাল’ তকমাও। পাকিস্তানে সেনাই শেষ কথা, এমনটাই বলে থাকেন অনেকে। তবে সেই ক্ষমতাকে ছেড়ে এবার কি রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছেন আসিম মুনির।
পড়শি দেশের নানা মহলে ছড়িয়ে পড়েছে সেই জল্পনাই। পাকিস্তানের ক্ষমতা দখলের পথে নাকি সেনাবাহিনী। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে সরিয়ে সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেবেন আসিম মুনিরই। গত কয়েক মাস ধরেই এই জল্পনা ধীরে ধীরে দানা বেঁধেছিল পাকিস্তানের বুকে। বিশেষ করে ভারতের সঙ্গে সংঘাতে ব্যাকফুটে যাওয়ার পর সেনা নয়, প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে।
এবার সেই জল্পনা-কল্পনা নিয়ে মুখ খুললেন আসিম মুনির। একটি পাক সংবাদমাধ্য়মের সম্পাদক সোহেল ওয়ারাইচকে সব কথা খুলে বললেন মুনির। ওয়ারাইচ নিজের সেই প্রতিবেদনে লিখেছেন, মুনির আমেরিকা সফর থেকে ফেরার সময় বেলজিয়ামে কিছুদিন ছিলেন। সেই সময়ই তাঁর সঙ্গে দেখা হয় ওই পাক সংবাদমাধ্যমের সম্পাদকের। সেখানেই একটি পার্কে চলে সাক্ষাৎকার।
যাতে পাকিস্তানের ক্ষমতার পট পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হয় মুনিরকে। প্রশ্ন করা হয় সেই জল্পনা নিয়েও। যার উত্তরে মুনির ওই জল্পনাকে একেবারে নস্যাৎ করে দেন। মুনির বলেন, “যারা সরকার এবং প্রশাসনের বিরোধিতা করে, সেই সকল ব্যক্তি বা গোষ্ঠীরাই এই ধরণের ভুয়ো খবর ছড়িয়ে থাকেন।” এরপরেই সেই সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মুখ খোলেন পাকিস্তানে ফিল্ড মার্শাল। তিনি বলেন, “ঈশ্বর আমাকে এই দেশের রক্ষক হিসাবে গড়েছেন। সেটা ছাড়া আমার কোনও স্বপ্ন বা চাহিদা কোনওটাই নেই।”