Guinness world records: টিভির রিমোটের থেকেও ছোট কুকুর! রেকর্ড গড়ল ‘পার্ল’

World’s shortest dog: একটি টিভি রিমোটের থেকেও ছোট আকারের কুকুর! বিশ্বের সবথেকে খর্বকায় কুকুরের স্বীকৃতি পেল পার্ল।

Guinness world records: টিভির রিমোটের থেকেও ছোট কুকুর! রেকর্ড গড়ল পার্ল
বিশ্বের সবথেকে খর্বকায় কুকুর পার্ল

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 12, 2023 | 9:49 AM

রোম: একটি টিভি রিমোটের থেকেও ছোট আকারের কুকুর, এমনও হয় নাকি! শুনতে যতই বিস্ময়কর লাগুক, এটাই ঘটনা। বিশ্বের সবথেকে খর্বকায় বা বেঁটে কুকুর হিসেবে স্বীকৃতি পেল পার্ল নামে একটি দুই বছর বয়সী মহিলা চিহুয়াহুয়া কুকুর। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি তাকে এই স্বীকৃতি দিয়েছে। ২০২০ সালের ১ সেপ্টেম্বর জন্মেছিল পার্ল। তার উচ্চতা এখন ৩.৫৯ ইঞ্চি, আর দৈর্ঘ্য ৫ ইঞ্চি! এতে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে জানিয়ে রাখি, পার্লের দৈর্ঘ্য আর একটি টাকার নোটের দৈর্ঘ্য প্রায় একই।

১০ এপ্রিল একটি টুইট করে পার্লকে পৃথিবীর সবথেকে খর্বকায় কুকুর হিসেবে ঘোষণা করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। তারা জানিয়েছে, বিশ্বের সবথেকে খর্বকায় কুকুরের রেকর্ডটা এক প্রকার পার্লের বংশগত বলা যায়। এর আগের সবথেকে খর্বকায় কুকুর ছিল মিরাকল মিলি। ১ পাউন্ড ওজনের চিহুয়াহুয়া কুকুরটি ২০১১ সালে জন্মেছিল। ২০২০ সালে সে পৃথিবী ত্যাগ করে। সেই সময় তার উচ্চতা ছিল ৩.৮ ইঞ্চি। এই মিরাকল মিলিরই বোনের মেয়ে হল পার্ল।

পার্লের মালিকের নাম ভেনেসা সেমলার। ইতালীয় এই মহিলা জানিয়েছেন, চিহুয়াহুয়া কুকুর হিসেবে পার্ল বেশ শান্ত মেজাজের। প্রচুর মানুষের ভিড় দেখেও ঘাবড়ায় না। তবে, সে একটু ভালমন্দ খেতে এবং সাজগোজ করতে ভালবাসে। সেমলার জানিয়েছেন, মুরগি এবং স্যামনের মতো উচ্চ মানের খাবার খেতে পছন্দ করে সে। তিনি বলেছেন, ‘আমরা ওকে (পার্ল) পেয়ে ধন্য। ও এই রেকর্ড ভেঙেছে এবং আমরা এই বিস্ময়কর খবরটা গোটা বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার অনন্য সুযোগ পেয়েছি।”

চিহুয়াহুয়া জাতের কুকুর, আকারে ছোটই হয়ে থাকে। এই ক্ষুদ্রকায় কুকুরের জাতটির উৎপত্তি মেক্সিকোয়। এই কুকুর প্রজাতির গড় ওজন হয় মাত্র ৬ পাউন্ড বা ২.৭২ কেজি। মার্কিন কেনেল ক্লাবের মতে, এই জাতের কুকুরটি সাধারণত ৫ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তবে, কম উচ্চতার বিচারে তার সকল জাত ভাই-বোনদের ছাপিয়ে গিয়েছে পার্ল।