India Pakistan Tensions: ‘যেমন ভাবে রানাকে টেনে এনেছি….’, পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

India Demands Hafiz Saeed: এরপর সংঘর্ষ বিরতির প্রসঙ্গ তুলে ওই রাষ্ট্রদূত জানান, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। তাঁর সংযোজন, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে। ভারত একটা নিউ নর্ম্যাল আবহ তৈরি করেছে।'

India Pakistan Tensions: যেমন ভাবে রানাকে টেনে এনেছি...., পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের
বাঁদিকে তাহাউর রানা। ডানদিকে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফImage Credit source: Getty Image

|

May 20, 2025 | 9:07 AM

নয়াদিল্লি: পথ একটাই। তা হল হাফিজদের ভারতের হাতে তুলে দেওয়া। সোমবার ইজরায়েলের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন সেই দেশে কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং।

তাঁর কথায়, ‘অপারেশন সিঁদুর স্থগিত হয়েছে, বন্ধ নয়। সন্ত্রাসবাদীরা পহেলগাঁওয়ে পর্যটকদের ধর্ম পরিচয় জেনে তাদের হত্যা করেছিল। তাই ভারতও পাকিস্তানের গোটা জঙ্গি পরিকাঠামোটাই ভেঙে দিয়েছে।’

এরপর সংঘর্ষ বিরতির প্রসঙ্গ তুলে ওই রাষ্ট্রদূত জানান, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। তাঁর সংযোজন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে। ভারত একটা নিউ নর্ম্যাল আবহ তৈরি করেছে। যা শুধুমাত্র আক্রমণাত্মক কৌশলেই বিশ্বাসী। সন্ত্রাসবাদীরা যেখানে নিজেদের পরিকাঠামো গড়ে তুলবে। আমরা সেখানে ঢুকে তা ভেঙে আসব।’

ওয়াকিবহাল মহল বলে, ভারতে সন্ত্রাসের শুরুটা লস্করদের হাত ধরেই। বর্তমানে ওদের মাথায় বসে আছে জঙ্গিনেতা হাফিজ সৈয়দ। এই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে একাধিক অভিযোগ থাকলেও, পাকিস্তান কোনও ভাবে একে হাতছাড়া করে না। ইজরায়েলের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেপি সিং বলেন, ‘পাকিস্তান আমাদের হাতে হাফিজ সৈয়দ, সাজিদ মীর ও জাকিউর রহমানদের তুলে দিক। ঠিক যেমন ভাবে আমরা তাহাউর রানাকে টেনে এনেছি।’

উল্লেখ্য, হাফিজ কতটা শায়েস্তা হয়েছে, তা জানা না গেলেও। অপারেশন সিঁদুর যে জইশ-প্রধান মাসুদ আজহারকে একেবারে নাজেহাল করে দিয়েছে, সেই খবর ইতিমধ্যেই জেনে গিয়েছে গোটা বিশ্ববাসী। ৭ই মে ভারতীয় সেনার চালানো অভিযানে রাতারাতি ‘অনাথ’ হয়ে যায় মাসুদ। ভারতের প্রত্যাঘাতে শেষ হয়ে যায় তার গোটা পরিবার।