Hania Aamir: ইদের সাজে পাক অভিনেত্রীর এমন ‘নুড লুকে’ কুপোকাত নেটিজেনরা, জেনে নিন রূপ-রহস্যের গোপন কথা

Hania Aamir's Viral Makeup Look: সোনালির জরির নকশায় ঠাসা কখনও হালকা গোলাপি, কখনও বা হালকা হলুদ চুড়িদারে ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি।

Hania Aamir: ইদের সাজে পাক অভিনেত্রীর এমন নুড লুকে কুপোকাত নেটিজেনরা, জেনে নিন রূপ-রহস্যের গোপন কথা
পাক অভিনেত্রীর ইদের লুক (ছবি: ইনস্টাগ্রাম)

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 23, 2023 | 4:16 PM

ইদের পরবে নতুন সাজ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের (Hania Amir)। সোনালির জরির নকশায় ঠাসা কখনও হালকা গোলাপি, কখনও বা হালকা হলুদ চুড়িদারে ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি। হানিয়ার এই ঝালর পোশাক যা ইদের দিনেও তাঁর লক্ষ অনুরাগীদের মনে কিঞ্চিৎ হলেও রক্ত ছলাত করে উঠেছে। বরাবরই হানিয়া জনপ্রিয় তাঁর সাধারণ মেকআপ লুকের জন্য। অভিনেত্রীর উজ্বল ত্বক আকর্ষণ করে অগণিত অনুগামীদের। এক নজরে পাকিস্তানি অভিনেত্রী ইদে কেমন সাজলেন তা দেখে নেওয়া যাক।

সম্প্রতি হানিয়া নিজের কয়েকটি ছবি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করছেন।

সেখানে দেখা যাচ্ছে তিনি হালকা হলুদ ও গোলাপি রঙা চুড়িদার পরে রয়েছেন। কানে পরেছেন ভারি ঝুমকো। মাথায় মাঙটিকা।

 

হানিয়ার এই লুক পেতে স্টেপ বাই স্টেপ গোটা পদ্ধতি জেনে নিন…

পদ্ধতি ১: হানিয়ার মতো নিজের লুক পেতে হলে প্রথমে আপনার স্কিন ময়েশ্চারাইজ করে নিতে হবে। তার জন্য বাজার চলতি যে কোনও প্রোডাক্ট ব্যবহার করতে পারেন আপনি। তবে অবশ্যই খেয়াল রাখবেন তা যেন আপনার ত্বকে কোনও রকম ক্ষতি না করে। যে কোনও মেকআপ করার আগে ত্বককে মশচারাইজ করা অত্যন্ত আবশ্যক। আপনার ত্বক যাতে রুক্ষ না হয়। মেকআপের কেমিক্যাল তুলনামূলক কম ক্ষতি করে। সঙ্গে প্রাকৃতিক ঔজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে।

পদ্ধতি ২: এরপর একটি ফাউন্ডেশন ব্যবহার করুন। আপনার ত্বকের রঙ অনুসারে সেই ফাউন্ডেশন ব্যবহার করুন। তবে বেশি ব্যবহার করবেন না। এতে প্রাকৃতিক ঔজ্জল্য নষ্ট হয়।

পদ্ধতি ৩: এরপর একটি মোটা ব্রাশ সাহায্যে ফেসপাউডার মুখে অ্যাপ্লাই করুন। গালের নিচ থেকে উপরের দিকে মোটা ব্রাশটি ব্যবহার করুন।

পদ্ধতি ৪: এরপর হালকা রঙের একটি ব্লাস ব্যবহার করুন। এই ব্লাশ ব্যবহারের ফলে ত্বক আরও উজ্জল হবে।

পদ্ধতি ৫: সবশেষে চোখের উপর সরু করে আইলাইনার ও মাস্কারা পড়ুন। তবে চোখের নিচে কাজল ব্যবহার না করাই শ্রেয়। আর ঠোঁছে নুড শেডের লিপস্টিক ব্যবহার করুন।