Little India: অস্ট্রেলিয়ায় ‘লিটল ইন্ডিয়া’, মোদীর সফরকালেই সিডনির পার্কের নামবদল
PM Narendra Modi: সিডনির শহরতলিতে হ্যারিস পার্ক বলে একটি এলাকা রয়েছে। সেখানে প্রচুর প্রবাসী ভারতীয় বসবাস করেন। ওই এলাকার নাম পরিবর্তন করে ‘লিটল ইন্ডিয়া’ রেখেছে অস্ট্রেলিয়ার সরকার। সিডনির ওই এলাকায় গেলে ভারতীয় খাবারের বৈচিত্রও নজর কাড়বে। সেখানে ভারতীয়দের পরিচালিত বেশ কিছু শিল্পও রয়েছে সেখানে।

সিডনি: জাপান ও পাপুয়া নিউ গিনি সফর সেরে সোমবার রাতেই অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর ঘিরে রীতিমতো উচ্ছ্বসিত সে দেশের প্রবাসী ভারতীয়রা। সিডনির অনুষ্ঠান থেকেই মোদীকে ঘিরে উন্মাদনার প্রমাণ মিলেছে। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কের গভীরতার কথা বলেছেন মোদী। অস্ট্রেলিয়ায় বিভিন্ন ভারতীয়ের নামে রাস্তার নামকরণের প্রসঙ্গও উঠেছে মোদীর কথায়। এই অনুষ্ঠানের আগেই সিডনির শহরতলি এলাকা হ্যারিস পার্কের নামবদল করেছে অস্ট্রেলিয়ার সরকার। সেই এলাকার নাম রাখা হয়েছে ‘লিটল ইন্ডিয়া’। মোদীর সফর ঘিরে গেরুয়া, সাদা, সবুজ রং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ওই এলাকা।
সিডনির শহরতলিতে হ্যারিস পার্ক বলে একটি এলাকা রয়েছে। সেখানে প্রচুর প্রবাসী ভারতীয় বসবাস করেন। ওই এলাকার নাম পরিবর্তন করে ‘লিটল ইন্ডিয়া’ রেখেছে অস্ট্রেলিয়ার সরকার। সিডনির ওই এলাকায় গেলে ভারতীয় খাবারের বৈচিত্রও নজর কাড়বে। সেখানে ভারতীয়দের পরিচালিত বেশ কিছু শিল্পও রয়েছে সেখানে। এই নামবদলের জেরে খুশি সেখানে বসবাসকারী ভারতীয়রা। এই নাম পরিবর্তনের কথা টুইট করে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। মোদীও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই নামবদলের জন্য।
ভারতে জন্ম এ রকম ৬ লক্ষেরও বেশি ভারতীয় বসবাস করেন অস্ট্রেলিয়াতে। হ্যারিস পার্কে থাকেন পাঁচ হাজারের বেশি ভারতীয়। ২০টির বেশি ভারতীয় রেস্তোরাঁ রয়েছে ওই এলাকায়। এই নাম পরিবর্তনের জন্য পারামাট্টার মেয়র এবং ডেপুটি মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। পাশাপাশি ওই এলাকায় চাট, জিলাপি পাওয়া যায় বলে শুনেছেন প্রধানমন্ত্রী। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে সেখানে নিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন মোদী। এ ব্যাপারে মোদী বলেছেন, “আমি শুনেছি হ্যারিস পার্কে চাট, জিলাপি পাওয়া যায়। আমি চাই ওখানে আমার বন্ধু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে আপনারা সবাই নিয়ে যাবেন।” ২০১৫ সালেই সিডনির শহরতলির ওই এলাকাকে লিটল ইন্ডিয়া করার দাবি উঠেছিল। মোদীর সফরে সেই দাবি পূর্ণতা পেল।
