ওয়াশিংটন: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। সম্প্রতি একটি পার্টিতে ৩৬ বছরের এই মহিলা প্রধানমন্ত্রীর নাচ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মারিন। ফিনল্য়ান্ডবাসী তাঁর এই আচরণের জন্য প্রবল সমালোচনা করেছিলেন তাঁর। পার্টিতে স্বপ্নবসনা হয়ে নাচের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেমন কটাক্ষ জুটেছিল, তেমন একাংশের থেকে সহানুভূতিও পেয়েছিলেন মারিন। এবার মারিনের পাশে দাঁড়ালেন হিলারি ক্লিন্টন। আমেরিকার সেক্রেটারি অব স্টেট থাকাকালীন একটি পার্টিতে নিজের নাচের ছবি টুইটার হ্য়ান্ডলে শেয়ার করেছেন তিনি। সেই ছবি শেয়ার করে সারিনের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন ক্লিন্টন।
হিলারি ক্লিন্টন যে ছবি পোস্ট করেছেন, তাতে সকলের মধ্যেই তাঁকে নাচতে দেখা যাচ্ছে। জানা গিয়েছে, ছবিটি ২০১২ সালের। সে সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। এবং হিলারি ক্লিন্টন ছিলেন সেক্রেটারি অব স্টেট। সে সময়ই কলম্বিয়ায় ঘুরতে গিয়ে একটি ক্লাবে নেচেছিলেন হিলারি। পার্টিতে নাচের জন্য সানা মারিনের উদ্দেশে যে কটাক্ষ ভেসে এসেছে, তার প্রতিবাদ করেই এই ছবি দিয়েছেন হিলারি। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “জিঞ্জার রজার্স সব কিছু করেছিলেন যা ফ্রেড অ্যাস্টায়ার করেছিলেন। তিনি শুধু হাই হিলে করেছিলেন।” এর পরই তিনি লিখেছেন, “এটা আমি কারটাজেনাতে। তখন আমি সেক্রেটারি অব স্টেট ছিলাম।” এর পরই ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, “নেচে যাও সানা মারিন।” ক্লিন্টনের এই পোস্টের পরই সেই পোস্ট রিটুইট করে ক্লিন্টনকে ধন্যবাদ জানিয়েছেন মারিন। সঙ্গে দিয়েছেন ভালবাসার ইমোজি।
Thank you @HillaryClinton ❤️ https://t.co/8XU9RKUlas
— Sanna Marin (@MarinSanna) August 28, 2022
বন্ধুবান্ধব ও ফিনল্যান্ডের অভিনয় জগতের স্টারদের সঙ্গে সানা মারিনের ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনা ধেয়ে এসেছিল তাঁর দিকে। তখন তিনি বলেছিলেন, “আমি এক জন মানুষ। আমিও আনন্দ, মজা করতে চাই।” কোনও কাজের দিনে তিনি অনুপস্থিত থাকেননি বলেও জানিয়েছিলেন। সেই পার্টিতে মাদক ব্যবহারের অভিযোগ ওঠে মারিনের বিরুদ্ধে। যদিও মারিন সাফ জানিয়েছিলেন, মদ্যপান করলেও মাদক সেবন করেননি। পরে ওই পার্টিতে দুই মহিলার স্তন অনাবৃতের ভিডিয়ো ছড়ানোর পর ক্ষমা চেয়েছিলেন মারিন।
A new video of Prime Minister Sanna Marin’s “party scandal” appeared in Finland today.
— World Updates Live (@itswpceo) August 19, 2022
হিলারি ক্লিন্টন ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আমেরিকার সেক্রেটারি অব স্টেট ছিলেন। ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ছিলেন তিনি। যদিও ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান তিনি।