
টরন্টো: ফের বিদেশের মাটিতে হিন্দু মন্দিরে হামলা (Hindu Temple Vandalized)। কানাডায় (Canada) একটি হিন্দু মন্দির ভাঙচুর করা হল। জানা গিয়েছে, এই হামলার পিছনে খালিস্তানপন্থী সমর্থকদের (Khalistani Supporter) হাত রয়েছে। মন্দিরের দরজায় খালিস্তানের সমর্থনে পোস্টারও পাওয়া গিয়েছে। শনিবার মধ্য রাতে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত হিন্দু মন্দিরে ভাঙচুর করা হয়।
জানা গিয়েছে, কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে-তে অবস্থিত লক্ষ্মী-নারায়ণের মন্দিরে শনিবার মধ্য় রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। এটি ব্রিটিশ কলম্বিয়ার অন্যতম প্রাচীন ও বড় হিন্দু মন্দির। ভাঙচুরের পর দুষ্কৃতীরা মন্দিরের দরজায় একটি পোস্টারও লাগিয়ে যায়। ওই পোস্টারে লেখা, “১৮ জুনের হামলার ঘটনায় ভারতের ভূমিকা খতিয়ে দেখুক কানাডা”। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের ছবিও রয়েছে পোস্টারে।
উল্লেখ্য, কানাডার সারে-র গুরু নানক শিখ গুরুদ্বার সাহিবের প্রধান ছিলেন হরদীপ সিং নিজ্জর। গত ১৮ জুন গুরুদ্বার চত্বরেই তাঁকে খুন করে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। তিনি খালিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিলেন।
এই নিয়ে চলতি বছরে তৃতীয়বার হিন্দু মন্দিরে হামলা চলল। এর আগে গত ৩১ জানুয়ারিও কানাডার ব্রাম্পটনে হিন্দু মন্দিরে ভাঙচুর হয় এবং ভারত-বিরোধী গ্রাফিটি করা হয়।