AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan General Election: পাকিস্তানে প্রথমবার! মুসলিম দেশে ভোটে লড়ছেন এই হিন্দু মহিলা

Hindu woman: আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন। এবার সেই নির্বাচনে মনোনয়ন পেশ করলেন হিন্দু মহিলা সাভেরা প্রকাশ। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পিকে-২৫ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও হিন্দু মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Pakistan General Election: পাকিস্তানে প্রথমবার! মুসলিম দেশে ভোটে লড়ছেন এই হিন্দু মহিলা
পাকিস্তানের নির্বাচনের প্রার্থী হচ্ছেন সাভেরা প্রকাশ।Image Credit: twitter
| Updated on: Dec 26, 2023 | 11:30 AM
Share

ইসলাাবাদ: আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন। এবার সেই নির্বাচনে মনোনয়ন পেশ করলেন হিন্দু মহিলা সাভেরা প্রকাশ। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলার পিকে-২৫ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও হিন্দু মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাভাবিকভাবেই এখন পাক-রাজনীতির আলোচনার কেন্দ্রে সাভেরা। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল, পাকিস্তান পিপলস পার্টি (PPP)-র প্রার্থী হয়েছেন তিনি।

পেশায় চিকিৎসক সাভেরা প্রকাশ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলার বাসিন্দা। তাঁর বাবা ওম প্রকাশও অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং পিপিপি-র সক্রিয় সদস্য। সাভেরা ইতিমধ্যে বুনের জেলার পিকে-২৫ কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেছেন। জয়ের ব্যাপারে আশাবাদী ৩৫ বছর বয়সি এই চিকিৎসক।

সাভিরার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত হঠাৎ করে নয়। কলেজে পড়ার সময় থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২২ সালে আবতাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে স্নাতক পাশ করার পরই সাভেরা পিপিপি-র বুনের জেলার মহিলা শাখার সাধারণ সম্পাদক হন। প্রথম থেকেই তিনি মহিলাদের উন্নয়ন, নিরাপত্তা ও অধিকারের বিষয়ে সোচ্চার দিয়েছেন। নির্বাচনে জয়ী হলে মহিলাদের অধিকার রক্ষা ও সামগ্রিক উন্নয়নের উপরই তিনি বিশেষ জোর দেবেন বলে জানিয়েছেন সাভেরা। তিনি হিন্দু হলেও মুসলিম সম্প্রদায়ের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাভেরার। ফলে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।