Donald Trump Tariff: ভারতকে বন্ধু বলেও ২৫ শতাংশ শুল্ক, এদিকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেললেন ট্রাম্প

India-US Relation: ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন যে পাকিস্তানের সঙ্গে এক নয়া চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা। এই চুক্তিতে ভারত-পাকিস্তানের সম্পর্কেও বদলে যাবে বলে দাবি তাঁর। 

Donald Trump Tariff: ভারতকে বন্ধু বলেও ২৫ শতাংশ শুল্ক, এদিকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI

|

Jul 31, 2025 | 6:38 AM

ওয়াশিংটন: ঠিক কী চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ভারতের উপরে শুল্ক চাপিয়েই ক্ষান্ত হননি, এবার পাকিস্তানের দিকে বাড়ালেন বন্ধুত্বের হাত। ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন যে পাকিস্তানের সঙ্গে এক নয়া চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা। এই চুক্তিতে ভারত-পাকিস্তানের সম্পর্কেও বদলে যাবে বলে দাবি তাঁর।

ট্রাম্প জানান, পাকিস্তানের সঙ্গে বিপুল তেলের ভাণ্ডার তৈরির কাজ করবে আমেরিকা। কোন ওয়েল কোম্পানি এই কাজ করবে, তা খুঁজছে মার্কিন প্রসাশন। এরপরই ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কে জানে, কোনওদিন ওরা হয়তো ভারতেও তেল বিক্রি করবে।

গত সপ্তাহে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দর জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যচুক্তি প্রায় হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, গতকাল, বুধবারই ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার থেকে তেল ও অস্ত্রশস্ত্র আমদানি করার জন্য ভারতকে পেনাল্টিও দিতে হবে বলে তিনি জানিয়েছেন। তবে এই পেনাল্টি কত বা কোন পণ্যের উপরে বসাবেন, সে বিষয়ে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, হোয়াইট হাউসে তাঁর ব্যস্ততম দিন কেটেছে। মূলত বাণিজ্য চুক্তি নিয়েই দর কষাকষি হয়েছে। একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা হয়েছে, যারা আমেরিকাকে ‘খুব খুশি’ করতে চায়।