Houthi Attacks: হাউথি জঙ্গিগোষ্ঠীর পাশে মিয়া খলিফা! প্রাক্তন পর্নস্টারের উপর ক্ষুব্ধ নেটদুনিয়া
Mia Khalifa: হাউথি জঙ্গিগোষ্ঠীর পক্ষে মিয়া খলিফার এই পোস্ট দেখে কিছুটা হলেও অবাক নেটিজেনরা। খলিফার এই পোস্টে গিয়ে তাঁরা প্রাক্তন পর্ন তারকার ব্যাপক সমালোচনা করেছেন। তবে যে ছবি পোস্ট করে যে দাবি মিয়া করেছিলেন, তা ফ্যাক্টচেক করে আপত্তি জানানো হয়েছে। মিয়ার ছবির সঙ্গে তাঁর দাবির সত্যতা নেই বলেও জানানো হয়েছে।
নয়াদিল্লি: মধ্য প্রাচ্যের অশান্তি থামার নাম নেই। গাজায় ইজরায়েলের আক্রমণের ঝাঁঝ কিছুটা কমতেই ইয়েমেনের হাউথি জঙ্গিগোষ্ঠী আন্তর্জাতিক জলসীমায় ঢুকে একের পর এক আক্রমণ শুরু করে। হাউথি গোষ্ঠীর উপর পাল্টা হানা চালায় আমেরিকা ও ব্রিটেনের সেনা। পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ করতে আসা হাউথি গোষ্ঠীর উপর পাল্টা আক্রমণ করেছে মার্কিন সেনা। তাতে হাউথি গোষ্ঠীর বেশ কিছু ক্ষতিও হয়েছে। কিন্তু এই মার্কিনি হামলায় ক্ষুদ্ধ প্রাক্তন পর্নতারকা মিয়া খলিফা। নিজের এক্স হ্যান্ডেলে আমেরিকার বিরুদ্ধে অন্য দেশে বোমা মারার অভিযোগ তুলেছেন তিনি।
হাউথি জঙ্গিগোষ্ঠীর পক্ষে মিয়া খলিফার এই পোস্ট দেখে কিছুটা হলেও অবাক নেটিজেনরা। খলিফার এই পোস্টে গিয়ে তাঁরা প্রাক্তন পর্ন তারকার ব্যাপক সমালোচনা করেছেন। তবে যে ছবি পোস্ট করে যে দাবি মিয়া করেছিলেন, তা ফ্যাক্টচেক করে আপত্তি জানানো হয়েছে। মিয়ার ছবির সঙ্গে তাঁর দাবির সত্যতা নেই বলেও জানানো হয়েছে। হাউথি গোষ্ঠীর উর বিমান থেকে বোমা মারার ছবি পোস্ট করে খলিফা লিখেছিলেন, “নিজেদের জলসীমায় ঢুকে পড়া জাহাজ আটক করার অধিকার হাউথিদের রয়েছে।” কিন্তু এক্সের তরফে জানা গিয়েছে, ওই জাহাজটি ইয়েমেনের জলসীমায় ছিল না। তা আন্তর্জাতিক জলসীমাতেই ছিল। হাউথিরা সেখানে এসে জাহাজের দখল নিয়েছিল।
যদিও প্রাক্তন পর্নস্টারের এই মন্তব্য নিয়ে একদমই খুশি নন নেটিজেনরা। তবে ইজরায়েলের সঙ্গে যুদ্ধে প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছিলেন এই প্রাক্তন পর্নস্টার। সে সময় ইজরায়েল এবং মার্কিনদের সমালোচনাও করেছিলেন তিনি।