
কিছু বছর আগেও AI ছিল ভবিষ্যতের প্রযুক্তি, এখন সে-ই আমাদের কাজ কেড়ে নিচ্ছে দিনে দিনে! বড় বড় গবেষণা সংস্থা ও কর্পোরেটদের হিসেব বলছে, এই ‘চালাক বুদ্ধি’ আগামী দিনে লক্ষ লক্ষ মানুষের চাকরি খেয়ে ফেলবে।
গোল্ডম্যান স্যাশের হিসেব বলছে, গোটা বিশ্বে প্রায় ৩০০ মিলিয়ন ফুলটাইম চাকরি ঝুঁকিতে। MIT ও বোস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষনায় ইঙ্গিত, শুধু ২০২৫-এর মধ্যে কেবল উৎপাদন শিল্পেই ২০ লক্ষ কর্মী ছাঁটাই হবে। ম্যাকেন্সি গ্লোবাল ইনস্টিটিউটের দাবি, AI ও রোবোটিক্স ও ডিজিটালাইজেশনের জন্য ২০৩০ সালের মধ্যে ১৪ শতাংশ কর্মীকে নাকি তাঁদের পুরনো কাজ ছেড়ে নতুন কিছু শিখতে হবে। অন্যদিকে, WEF প্রজেক্টের তথ্য বলছে, ২০২৭-এর মধ্যে ৭৫ লক্ষ ডেটা এন্ট্রি-র চাকরি উধাও হবে।
কয়েকটি সংস্থা তো ইতিমধ্যেই ঘোষণা করেই দিয়েছে কর্মী সংকোচনের। যেমন-
সোজা কথা, AI কাজ করে চলেছে। কিন্তু আমাদের কাজ?