Pak Army: খেলা শেষ করে দিয়েছে ভারতীয় সেনা! কতগুলি মিসাইল-ড্রোন-যুদ্ধবিমান হারাল পাকিস্তান? জানেন কত টাকার ক্ষতি হল শেহবাজের

Pak Army: সংঘাতের আবহে বড়সড় সামরিক ক্ষতি হয়ে গিয়েছে পাক সরকারের। দেশের মানুষের কাছেও লজ্জায় আর মুখ লুকানোর জায়গা নেই। তীব্র সমালোচনা করছে সে দেশের মানুষই। কিন্তু, ভারতের সঙ্গে সংঘাতের আবহে মোট কত ক্ষতি হল পাকিস্তানের?

Pak Army: খেলা শেষ করে দিয়েছে ভারতীয় সেনা! কতগুলি মিসাইল-ড্রোন-যুদ্ধবিমান হারাল পাকিস্তান? জানেন কত টাকার ক্ষতি হল শেহবাজের
প্রতীকী ছবি Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

May 23, 2025 | 10:00 PM

কলকাতা: ভারতীয় সেনার দাপটে একবুক ব্যথা নিয়েই বাড়ি ফিরতে হয়েছে পাক সেনাকে। হাঁটু-কোমর সব ভেঙে একাকার। ভারতের সুদর্শন চক্রের সামনে আকাশেই মাথা কেটে আলাদা হয়ে গিয়েছে পাক যুদ্ধবিমান থেকে ড্রোনের। বড়সড় সামরিক ক্ষতি হয়ে গিয়েছে পাক সরকারের। অক্সিজেন সাপোর্টে সেনা। দেশের মানুষের কাছেও লজ্জায় আর মুখ লুকানোর জায়গা নেই শেহবাজ শরিফের। তীব্র সমালোচনা করছে সে দেশের মানুষই। কিন্তু, ভারতের সঙ্গে সংঘাতের আবহে মোট কত ক্ষতি হল পাকিস্তানের? অঙ্কটা জামলে চোখ ছানাবড়া হয়ে যেতে পারে। 

সূত্রের খবর, ইতিমধ্যেই পাকিস্তানের সামরিক ক্ষয়ক্ষতি সংক্রান্ত একটা রিপোর্ট সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে আকাশ যুদ্ধে একেবারে মুখ থুবড়ে পড়েছে পাক বায়ু সেনা….

১) চারটি F16 যুদ্ধবিমান ভেঙে পড়েছে। যার মোট মূল্য ৩৪৯.৫২ মিলিয়ন মার্কিন ডলার। 

২) SAAB 2000 ERIEYE AEW&C যুদ্ধবিমান ভেঙে পড়েছে ১টি। যার মূল্য ৯৩ মার্কিন ডলার।

৩) IL 78 REFUELING TANKER এর (আকাশে উড়ন্ত অবস্থায় এই বিমান থেকে জ্বালানি ভরে যুদ্ধ বিমানগুলি) হাঁটু ভেঙে গিয়েছে। যার মূল্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

৪) CM -400 AKG MISSILE  নামক একাধিক ভারতের উদ্দেশ্যে পাঠালেও ২ কোনওরকম কাজ না করেই ভেঙে পড়েছে। যার মোট মূল্য ৩.২ মিলিয়ন মার্কিন ডলার। 

৫) শাহীন গোত্রের মিসাইল পাঠানো হলেও ২টি কোন কাজ না করেই ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের আঘাতে ভেঙে পড়েছে। যার মোট মূল্য ৮ মিলিয়ন মার্কিন ডলার। 

৬) ৬টি BAYRAKTAR TB2 ড্রোন পাঠানো হয়েছিল ভারতীয় সামরিক ঘাঁটি লক্ষ্য করে। কিন্তু, আঘাত আনার আগেই ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের পাল্টা আঘাতে কার্যত গুড়িয়ে দেয়। এগুলির সর্বমোট মূল্য ৩৬ মিলিয়ন মার্কিন ডলার।

পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিও ভারতের প্রত্যাঘাতে টিকে থাকতে পারেনি। ভেঙে গিয়েছে ওদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা….

১) বায়ু সেনাঘাঁটিতে দাঁড়ানো একটি F16 BLOCK 52D যুদ্ধবিমান ভারতীয় মিসাইলের আঘাতে টিকে থাকতে পারেনি। যার মূল্য ৮৭.৩৮ মিলিয়ন মার্কিন ডলার।

২) একটি C-130H হারকিউলিস যুদ্ধবিমান বায়ুসোনা ঘাঁটিতে দাঁড়িয়ে ছিল। সেটিরও কোমর ভেঙে গিয়েছে। ক্ষতি হয়েছে ৪০ মিলিয়ন মার্কিন ডলারের।

৩) অত্যাধুনিক HQ -9 একটি রাডার সম্পূর্ণ তছনছ করে দিয়েছে ভারতীয় মিসাইল। যার মূল্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার। 

৪) ভারতীয় মিসাইল এর ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের বায়ু সেনাঘাঁটিতে থাকা মোবাইল কমান্ড সেন্টার। যার মূল্য ৫ মিলিয়ন মার্কিন ডলার। 

গুড়িয়ে গিয়েছে একাধিক সামরিক কাঠামোও… 

১) আকাশে যুদ্ধবিমান পাঠানো এবং স্ট্রাইক করার জন্য প্রায় ৭২৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে পাকিস্তান প্রশাসনের। 

২) ড্রোন এবং মিসাইল অপারেশনের জন্য খরচ হয়েছে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। 

৩) বর্ডারে অতিরিক্ত সেনা, সামরিক রসদ এবং SAM অপারেশন প্রক্রিয়ায় খরচ হয়েছে ৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার। 

ব্যাপক ক্ষতি বায়ুসেনা ঘাঁটিগুলিতেও… 

১) পাকিস্তানের নূর খান বায়ুসনা ঘাঁটির পাঁজরই ভেঙে দিয়েছে ভারত। পকেট থেকে বেরিয়ে গিয়েছে প্রায় ১২৫ মিলিয়ন মার্কিন ডলার। 

২) স্কারগোধা বা মোশারফ বায়ু সোনা ঘাঁটি ভারতীয় মিসাইলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মূল্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার। 

৩) বাকি যে যে সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলির মোট ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে দাঁড়িয়েছে ৪৭৫ মিলিয়ন মার্কিন ডলার।