
মোসাদ! ইজরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা। হিব্রুতে মোসাদের পুরো নাম, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশ্যাল অপারেশন। ইজরায়েলের আরও দুই অভ্যন্তরীণ সংস্থা, একটি হল মিলিটারি ইন্টেলিজেন্স ‘আমান’, আরেকটি হল ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি ‘শিন বেট’– এই দুই সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে মোসাদ। সংস্থার সদর দফতর তেল আভিভে। কমবেশি ৭০০০ সক্রিয় সদস্য রয়েছে মোসাদের, যদিও আসল সংখ্যাটা কারও জানা নেই। সেই মোসাদ, ইজরায়েলি ডিফেন্স ফোর্সের সঙ্গে যৌথ অপারেশন ‘রাইজিং লায়ন’ সেরে ফেলল একেবারে নিখুঁভাবে। বছরের পর বছর তেহরানের মাটিতে বসেই এই অপারেশনের চূড়ান্ত ছক কষা চলে। ইজরায়েলি ডিফেন্স ফোর্সের ইন্টেলিজেন্স ডিরেক্টরেট (আমান) মেজর জেনারেল শ্লমি বিন্ডার এই অপারেশনের আগে ইজরায়েলি বায়ুসেনার বাছাই করা অফিসারদের ডেকে বলেন, ‘আজ আমরা এমন এক লড়ায়ে নামছি, যে লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের শত্রুরা আমাদের বিনাশ করতে চায়। আর তাই তারা (পড়ুন ইরান) নিজেদের পারমাণবিক...