Bangladesh: শুধু টাকা আর টাকা… ইউনুসের নেতৃত্বে সরকার গঠনের পর চাঞ্চল্যকর ছবি বাংলাদেশে

Aug 17, 2024 | 7:41 AM

Bangladesh News: পুলিশ সূত্রে খবর, ওই বাড়িতে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার টাকা ছাড়াও পাওয়া গিয়েছে ৭৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের বিদেশি মুদ্রা।

Bangladesh: শুধু টাকা আর টাকা... ইউনুসের নেতৃত্বে সরকার গঠনের পর চাঞ্চল্যকর ছবি বাংলাদেশে
বাংলাদেশে উদ্ধার বিপুল টাকা

Follow Us

বাংলাদেশ: বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মহম্মদ ইউনুস। এরই মধ্যে বাংলাদেশে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। প্রাক্তন সচিবের বাড়িতে তল্লাশি চালাতে হদিশ মিলল বিপুল নগদ টাকার। সেই টাকার মধ্যে রয়েছে বিদেশি মুদ্রা।

দুর্যোগ ও ত্রাণ সম্পর্কিত মন্ত্রকের প্রাক্তন সিনিয়র সচিব মহম্মদ শাহ কামাল। গোপনসূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। আর সেখানে সন্ধান চালাতেই হদিশ মেলে কোটি কোটি টাকার। ওই প্রাক্তন সচিবের বাড়ি থেকে নগদ ৩ কোটি টাকা ও ১০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানী ঢাকার মহম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে এই বিপুল টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ওই বাড়িতে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার টাকা ছাড়াও পাওয়া গিয়েছে ৭৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের বিদেশি মুদ্রা। এর মধ্যে রয়েছে ভারতীয় টাকাও। মিলেছে মার্কিন ডলার, মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত, সৌদি আরবের মুদ্রা রিয়াল, সিঙ্গাপুরিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, কোরিয়ান ইউয়ান ও চিনা ইউয়ান মুদ্রা। এগুলি কোথা থেকে ওই ব্যক্তির কাছে এল, কোনও চক্র চালানো হত কি না, তা খতিয়ে দেখছে বাংলাদেশের পুলিশ।

২০১৫ সালের মার্চ মাস থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত সচিব ছিলেন এই শাহ কামাল। সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে।