হাওয়াই: বিয়েকে স্মরণীয় করে রাখতে অধিকাংশ যুগলই বিভিন্ন পদক্ষেপ করে থাকেন। বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়ে নিরিবিলিতে সময় কাটাতে চান অনেক। অনেক মহিলারই স্বপ্ন থাকে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীর সঙ্গে একান্তে সময় কাটানোর। কিন্তু সম্প্রতি এক মহিলার জীবনে যা ঘটেছে, তা শুনে অবাক হয়েছেন নেটিজেনরা। ওই মহিলা স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমা করতে গিয়েছিলেন। সেখানে নিজের মাকেও ডাকেন তাঁর স্বামী। শাশুড়ির উপস্থিতিতে তাঁর মধুচন্দ্রিমার আনন্দ মাঠে মারা গিয়েছে বলে জানিয়েছেন ওই মহিলা। এই ঘটনায় নিজের স্বামী এবং শাশুড়ির উপর বেজায় ক্ষেপেছেন ওই মহিলা। এই ঘটনার কথা ওই মহিলা জানিয়েছেন রেডিটে। তার পর বিষয়টি নিজে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা।
৩০ বছরের ট্রাসির সঙ্গে সম্প্রতি বিয়ে হয়েছে ২৯ বছরের ব্রায়ানের। বেশ কয়েক বছর সম্পর্কের পর বিয়ে করেছেন তাঁরা। কলেজ জীবনেই এক সন্তানের মা হয়েছিলেন ট্রাসি। কিন্তু ব্রায়ান ট্রাসি ও তাঁর সন্তানকে সাদরে গ্রহণ করেন। সিঙ্গল মাদার হিসাবে তাঁর প্রতি ব্রায়ানে শ্রদ্ধা ছিল বলেও জানিয়েছেন ট্রাসি। সব কিছু ঠিকঠাকই চলছিলষ কিন্তু তাল কাটল মধুচন্দ্রিমায় গিয়ে। মধুচন্দ্রিমার আনন্দ নষ্ট হওয়ার বিষয়টি নিজেদের রেডিট অ্যাকাউন্টে জানিয়েছেন ট্রাসি।
ট্রাসি বলেছেন, বিয়ের পর মধুচন্দ্রিমার বদলে পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা তাঁকে বলেছিলেন ব্রায়ান। ব্যাপারটা পছন্দ না হলেও মেনে নিয়েছিলেন ট্রাসি। কিন্তু সেই পরকল্পনা বাতিল করে মধুচন্দ্রিমায় যাওয়ায় মনস্থির করেন ব্রায়ান। এর পর হাওয়াই দ্বীপে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন ওই দম্পতি। ট্রাসির সন্তান ছিল ব্রায়ানের মা জেনির কাছে। কিন্তু স্ত্রীকে কিছু না জানিয়েই মা জেনিকে মধুচন্দ্রিমায় ডাকেন ব্রায়ান। ট্রেসির সন্তানকে বেবিসিটারের কাছে রেখে সেখানে আসেন ব্রায়ানের মা জেনি।
মধুচন্দ্রিমায় গিয়ে ওই দম্পতি যখন রোমান্টিক স্পা ডেটে যাচ্ছিলেন,তখনই সেখানে হাজির হন ওই মহিলার শাশুড়ি। এর পর এক সঙ্গে বাজার যাওয়া থেকে বিভিন্ন জায়গায় ঘোরা। স্বামীর সঙ্গে একান্তে সময় কাটানোর সমস্ত আনন্দই মাটি হয় ওই মহিলার। তা নিয়ে তিনি যে রীতিমতো রেগে রয়েছেন সে কথাও জানিয়েছেন তিনি।