Joe Biden: নরেন্দ্র মোদীর অটোগ্রাফ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন!

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 21, 2023 | 12:37 PM

Narendra Modi: মোদীর জনপ্রিয়তার বিষয়টি উল্লেখ করেই অটোগ্রাফ চেয়েছেন বাইডেন। সম্মেলনে মোদীকে বসে থাকত দেখে এগিয়ে এসেছিলেন বাইডেন। বাইডেনকে এগিয়ে আসতে দেখে আসন ছেড়ে উঠে যান প্রধানমন্ত্রী মোদী।

Joe Biden: নরেন্দ্র মোদীর অটোগ্রাফ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন!
মোদী বাইডেন

Follow Us

হিরোসিমা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কাছে অটোগ্রাফ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। জাপানে জি৭ সম্মেলনে যোগ দিয়ে দেখা হয় দুই রাষ্ট্র প্রধানের। সেখানেই মোদীর সঙ্গে এ কথা বলে মজা করেছেন বাইডেন। জানা গিয়েছে, মোদীর জনপ্রিয়তার বিষয়টি উল্লেখ করেই অটোগ্রাফ চেয়েছেন বাইডেন। সম্মেলনে মোদীকে বসে থাকত দেখে এগিয়ে এসেছিলেন বাইডেন। বাইডেনকে এগিয়ে আসতে দেখে আসন ছেড়ে উঠে যান প্রধানমন্ত্রী মোদী। দুজনে আলিঙ্গন করেন। জি৭ এর পাশাপাশি কোয়াড সম্মেলনেও উপস্থিত ছিলেন মোদী এবং বাইডেন। সে সয়মই অটোগ্রাফের কথা মোদীকে বলেছেন বাইডেন।

২০১৪ সালে ক্ষমতায় আসে বিজেপি। ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। তখন থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। যত সময় গিয়েছে দেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে মোদীর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিদেশের রাষ্ট্রনেতাদের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করেছেন মোদী। মোদীর জনসভায় লক্ষ লক্ষ মানুষের সমাগম নজর এড়ায়নি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনেরও। সেই বিষয়টিই উল্লেখ করেছেন তিনি। মোদীর অটোগ্রাফ নেওয়া তাঁর উচিত বলে জানিয়েছেন।

জুন মাসে আমেরিকার ওয়াশিংটন সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর আমেরিকা সফর গিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। মোদীর ওয়াশিংটনের অনুষ্ঠানে বাইডেনকে উপস্থিত থাকার জন্য একাধিক জন আমন্ত্রণ জানিয়েছেন। সে কথাও এ দিন মোদীকে জানিয়েছেন বাইডেন। এর জেরে যে তাঁকে বিড়ম্বনায় পড়তে হয়েছে সে কথাও মোদীকে জানিয়েছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি মোদীর জনপ্রিয়তার বিষয়টি নিয়ে স্মৃতিচারণা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। গুজরাতের স্টেডিয়ামে ৯০ হাজার দর্শক কী ভাবে মোদীকে অভিবাদন জানিয়েছিলেন সে কথাও এ দিন বলেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী।

Next Article