Pakistan: পাক সেনার কনভয়ে IED বিস্ফোরণ, মৃত ৬

Pakistan: জানা যাচ্ছে, বালুচিস্তানের বোলানে পাক সেনার কনভয়ে ফের শক্তিশালী IED বিস্ফোরণ হয়েছে। এতে ছ'জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি, প্রধান পাক সেনা ছাউনিতে আক্রমণ করেছিল বালোচ লিবারেশন আর্মি।

Pakistan: পাক সেনার কনভয়ে IED বিস্ফোরণ, মৃত ৬
শক্তিশালী IED বিস্ফোরণ

May 06, 2025 | 11:22 PM

পাকিস্তান: ভারতের সঙ্গে নাকি যুদ্ধ করবে! এ দিকে নিজের ঘরই ঠিক নেই পাকিস্তানের। যুদ্ধ করবে বলে যখন পাকিস্তান লাফাচ্ছে, সেই সময় হয় সেখানকার সেনা ইস্তফা দিচ্ছে, নয়ত সেখানে চলছে ‘গৃহযুদ্ধ’। এই আবহের মধ্যেই ফের পাক সেনার উপর ‘বালোচ লিবারেশন আর্মির’ প্রাণঘাতী হামলা।

জানা যাচ্ছে, বালুচিস্তানের বোলানে পাক সেনার কনভয়ে ফের শক্তিশালী IED বিস্ফোরণ হয়েছে। এতে ছ’জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি, প্রধান পাক সেনা ছাউনিতে আক্রমণ করেছিল বালোচ লিবারেশন আর্মি। ওই শহরের দখল চলে গিয়েছে বালোচ আর্মিদের দখলেই। করাচি-কোয়েটা হাইওয়েতে তল্লাশি চালাতে দেখা যায় বালোচ লিবারেশন আর্মিকে। জানা যায়, বালোচ লিবারেশন আর্মির ‘ডেথ স্কোয়াড’ ক্যাডার দখল নিয়েছে মাঙ্গোচর শহরের।

এর আগে আস্ত একটা ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল বালোচ লিবারেশন আর্মি। শুধু তাই নয়, এর আগেও ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে রাজনৈতিক নেতাকে হত্যা করেছিল এই আর্মি। এরপর তারা আঘাত করেছিল সেনা কনভয়ে। সেই হামলায়ও প্রায় ১০ জন পাক জওয়ান নিহত হয়েছিলেন।