কুর্সির পায়া কতটা নড়বড়ে দেখে নিতে আস্থা ভোটে ইমরান

জাতীয় সংসদে ইসলামাবাদে গোপন ব্যালটের ভোটে ৩৪০টি ভোটের ৬টি খারিজ হয়ে যায়। একটি ভোট পড়েনি।

কুর্সির পায়া কতটা নড়বড়ে দেখে নিতে আস্থা ভোটে ইমরান
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Mar 04, 2021 | 9:10 PM

ইসলামাবাদ: পাকিস্তানের সেনেটের এ বারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছেন ইমরান খান (Imran Khan)। সেনেটের ৪৮ টি আসনের নির্বাচনে ১৮টিতেই জয়ী হয়েছে তাঁর দল পাকিস্তান তেরহক-ই-ইনসাফ (পিটিআই)। ৮টি আসন পেয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পাকিস্তান পিওপলস পার্টি (পিপিপি)। তবে ১৮টি আসনে জিতেও নাখুশ ইমরান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইসলামাবাদ আসনে হেরে গিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আবদুল হাফিজ় শেইখ। খোদ ইমরান তাঁর হয়ে প্রচার করার পরেও হাফিজ় শেইখকে হারিয়েছেন ইউসুফ রাজা গিলানি।

জাতীয় সংসদে ইসলামাবাদে গোপন ব্যালটের ভোটে ৩৪০টি ভোটের ৬টি খারিজ হয়ে যায়। একটি ভোট পড়েনি। বাকি ৩৩৩টি আসনের মধ্যে ১৬৯টি ভোট পড়েছে গিলানির নামে হাফিজ় পেয়েছেন ১৬৪টি ভোট। যার ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতেছেন গিলানি। খোদ ইমরান প্রচার করলেও ইসলামাবাদ আসন গিয়েছে পিপিপির হাতে।

পাকিস্তানের সেনেটে ৯৬টি আসন সেখানে ৩ বছর পরপর অর্ধেক আসনে নির্বাচন হয়। এ বারের ৪৮ আসনের নির্বাচনে পঞ্জাবের ১১টি আসন ছিল বিরোধী শূন্য। তাই নির্বাচন হয়েছিল ৩৭টি আসনে। সেখানে ৫টি আসন পেয়েছে পিটিআই, ৫টি আসন পেয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), ১টি আসন পেয়েছে পিএমএল-কিউ। বাকি ৩৭টি আসনের মধ্যে ১৩টি আসনে জয়ী হয়েছে ইমরানের পিটিআই, পিপিপির হাতে গিয়েছে ৮টি আসন বাকি আসন গুলি গিয়েছে অন্যান্য দলের ঝুলিতে। তবে পিটিআই জিতলেও হাফিজ় শেইখের আসন হেরে যাওয়ায় বিরোধীদের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে পিটিআই।

নির্বাচনের শেষে তাই পাকিস্তানের পিটিআই নেতা তথা বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি সাংবাদিক সম্মেলনে জানান, ইমরান খান ও তাঁর দল সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে হাউসে আস্থা ভোট হবে। সেখানেই স্পষ্ট হয়ে যাবে কে কোথায় দাঁড়িয়ে। সেখানেই স্পষ্ট হয়ে যাবে কারা পিটিআইতে থেকেই বিরোধী দলের মতাদর্শে কাজ করছেন।

আরও পড়ুন: ‘স্বাভাবিক হয়েছে জম্মু ও কাশ্মীর’, দিল্লির ভূয়সী প্রশংসা আমেরিকার