AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Imran Khan: ইমরান খানের প্রার্থীপদের মনোনয়নপত্র খারিজ, এবার কাপ্তানের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে?

Pakistan Election: আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যার তীব্র সমালোচনা করেছিল ইমরান খানের দল পিটিআই। নওয়াজ শরিফকে পাল্টা চ্যালেঞ্জ দিতে চেয়েছিলেন ৭১ বছর বয়সি ইমরান খান।

Imran Khan: ইমরান খানের প্রার্থীপদের মনোনয়নপত্র খারিজ, এবার কাপ্তানের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে?
ইমরান খানের ভোটের মনোনয়ন খারিজ। ফাইল ছবি।
| Updated on: Dec 30, 2023 | 9:53 PM
Share

ইসলামাবাদ: একটি মামলায় সুপ্রিম কোর্টে জামিন মিললেও ভোট ময়দানে স্বস্তি মিলল না ইমরানের। শনিবার ইমরান খানের প্রার্থীপদের মনোনয়নপত্র খারিজ করে দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। অর্থাৎ ২০২৪ নির্বাচনে ইমরান খান প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন। যা ইমরান ও তাঁর দলের কাছে এক বড় ধাক্কা।

পাক নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন। লাহোর ও নিজের শহর মিয়ানওয়ালি কেন্দ্রের প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনে মনোনয়ন পেশ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু, দুর্নীতিতে দোষী সাব্যস্ত ইমরানের দুটি মনোনয়নই খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। লাহোরের ভোটার না হওয়ার জন্য সেখানকার মনোনয়নপত্র খারিজ করা হয়েছে এবং দুর্নীতিতে দোষী সাব্যস্ত হওয়ার জন্য ইমরানের মিয়ানওয়ালি কেন্দ্রেরও প্রার্থীপদের মনোনয়ন খারিজ করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যার তীব্র সমালোচনা করেছিল ইমরান খানের দল পিটিআই। নওয়াজ শরিফকে পাল্টা চ্যালেঞ্জ দিতে চেয়েছিলেন ৭১ বছর বয়সি ইমরান খান। সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার আগেও ইমরান জেল থেকেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তাঁর দল, পিটিআই জানিয়েছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে একটি মামলায় জামিন পাওয়ায় ইমরানের ভোটে লড়াইয়ের পথ অনেকটা মসৃণ হয়ে বলে মনে করেছিল তাঁর দল। কিন্তু, দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান। তাই তাঁর মনোনয়নপত্র খারিজ হয়ে গেল। ফলে আগামী সংসদ নির্বাচনে আর লড়াইয়ের সুযোগ পাচ্ছেন না কাপ্তান।