Pakistan Crisis: পাকিস্তানে ধুন্ধুমার! ইমরান খানকে প্রধানমন্ত্রী পদে রাখতে আক্রমণাত্মক দলীয় সমর্থকরা... দেখুন ভিডিয়ো
ছবি: ফাইল চিত্র

Pakistan Crisis: পাকিস্তানে ধুন্ধুমার! ইমরান খানকে প্রধানমন্ত্রী পদে রাখতে আক্রমণাত্মক দলীয় সমর্থকরা… দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Mar 19, 2022 | 7:02 PM

Political Turmoil: অনাস্থা প্রস্তাবের মুখে চরম বিপাকে প্রাক্তন ক্রিকেটার। পাকিস্তান চরম রাজনৈতিক অস্থিরতা সময়ের অপেক্ষা বলেই মনে করেছেন অনেকে।

ইসলামাবাদ: পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) যে ক্ষমতাচ্যুত হতে পারেন, সেই খবর আগেই প্রকাশিত হয়েছিল। এমনটি পাকিস্তানের জাতীয় সংসদে (Pakistan National Assembly) ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটও প্রায় নিশ্চিত হয়ে যায়। সরকার নিয়ে টালমাটাল অবস্থায় শনিবার প্রতিবেশি দেশে ধুন্ধুমার বেঁধে গেল। আগামী ২৮ শে মার্চ পাকিস্তানের সংসদে অনাস্থা ভোটের সম্ভাবনা। জোট সঙ্গী রাজনৈতিক দলগুলির হুঁশিয়ারির পর পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (Tehrik-E-Insaf) সদস্যরাও পাক প্রধানমন্ত্রীর সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থনের কথা জানিয়ছিলেন। এদিন দলীয় সমর্থকরা সেই সাংসদের ওপরই চড়াও হওয়ার চেষ্টা করেন। সিন্ধ ভবনের গেট ভেঙে ভিতরে চেষ্টা করেন দলীয় সমর্থকরা। এক প্রবীণ সমর্থনককে গেট টপকে ভিতরে প্রবেশের চেষ্টা করতেও দেখা যায়। অনাস্থা প্রস্তাবের মুখে চরম বিপাকে প্রাক্তন ক্রিকেটার। পাকিস্তান চরম রাজনৈতিক অস্থিরতা সময়ের অপেক্ষা বলেই মনে করেছেন অনেকে। অনাস্থা প্রস্তাবের মুখে দিশাহীন পাক প্রধানমন্ত্রী সেনা প্রধান বাজওয়ার সঙ্গেও বৈঠক করেছিলেন, তবে সেই বৈঠকে কোনও সমাধানসূত্র বের হয়নি। এখন পাকিস্তানের পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে।