Imran Khan: পিটিআই-এর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ইমরান খান

Imran Khan: পাকিস্তানের আইন অনুযায়ী, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ইমরান খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বা নির্বাচনে অংশ নেওয়া দলের পদে থাকতে পারবেন না। সেজন্য এবার তিনি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবং পিটিআইয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন।

Imran Khan: পিটিআই-এর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ইমরান খান
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি।Image Credit source: AP

| Edited By: Sukla Bhattacharjee

Nov 30, 2023 | 9:47 PM

করাচি: পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (PTI) চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ইমরান খান (Imran Khan)। তাঁর বদলে পিটিআই-এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হচ্ছেন আইনজীবী গহর আলি খান। পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান নিজেই তাঁর আইনজীবী গহল আলি খানকে পিটিআই-এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে মনোনীত করেছেন।

জানা গিয়েছে, ইমরান খান তোষাখানা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে জেলবন্দি। তার জেরেই জাতীয় নির্বাচনে অংশ নেওয়া দলের প্রধানের পদে থাকার ক্ষেত্রে ইমরানকে পাক নির্বাচন কমিশনের তরফে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে পিটিআই চেয়ারম্যান পদ থেকে তিনি সরে দাঁড়ালেন। আগামী দুই সপ্তাহের মধ্যে দলের নতুন চেয়ারম্যান নির্ধারণ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। যদিও সময়সীমা পেরোনোর আগেই দলের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে নিজের আইনজীবী গহর আলি খানকে মনোনীত করেছেন ইমরান।

প্রসঙ্গত, পাকিস্তানের আইন অনুযায়ী, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ইমরান খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বা নির্বাচনে অংশ নেওয়া দলের পদে থাকতে পারবেন না। সেজন্য এবার তিনি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবং পিটিআইয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন।