EXPLAINED: ফালাফালা করে দিয়েছিল ভারত, চিনের সেই এয়ার ডিফেন্স সিস্টেম কেন কিনল ইরান?

EXPLAINED: ইরানের ঘরে নতুন অতিথি। চিনা ডিফেন্স সিস্টেম। সেই ডিফেন্স সিস্টেম, যার দরজা ভেঙে পাকিস্তানে ঢুকে পড়ে ভারতীয় মিসাইল। কাজের নয় জেনেও কেন তাহলে কেন এই মিসাইল কিনল চিন? পিছনে কোন সমীকরণ? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: ফালাফালা করে দিয়েছিল ভারত, চিনের সেই এয়ার ডিফেন্স সিস্টেম কেন কিনল ইরান?
কেন চিনের এয়ার ডিফেন্স সিস্টেম কিনল ইরান? Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 14, 2025 | 4:28 PM

ইরান-ইজরায়েল যুদ্ধ থেকে কি শিক্ষা নিল তেহরান? যুদ্ধের সময় ইরানি ব্যালিস্টিক মিসাইল রুখে তেল আভিভের ক্ষয়ক্ষতি অনেকটাই কম রাখতে সক্ষম হয় ইজরায়েল। কারণ, তেল আভিভের কাছে আয়রন ডোম, অ্যারো, ডেভিড স্লিং-এর মতো নামজাদা সব এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। এবার ইরানও দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগ নিল। চিনের কাছ থেকে তাদের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম, এইচকিউ-৯বি লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল কিনল ইরান। মনে রাখতে হবে, অপারেশন সিঁদুর-এ পাকিস্তানে মোতায়েন এই চিনা ডিফেন্স সিস্টেমকেই ফর্দাফাই করে দিয়েছিল ভারত। ইরানের সংবাদসংস্থা সূত্রে খবর, ২৪ জুন সংঘর্ষবিরতি পরপরই তেহরানে পৌঁছে গেছে প্রথম দফার চিনা মিসাইল। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা আরও একটা সম্ভাবনার কথা তুলে ধরছেন। ইরান-ইজরায়েল যুদ্ধের শেষদিকে ইরান তাদের হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। ফলে চিনের তেল আমদানি সঙ্কটের মুখে পড়ে। কারণ, এই হরমুজ প্রণালি দিয়েই সবচেয়ে বেশি ইরানি...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন