EXPLAINED: ট্রাম্পের পরমাণু হামলার হুমকিতেও কেন চুপ মস্কো? পিছনে কোন রণকৌশল?

EXPLAINED: কেন ক্রেমলিন চুপ? কেন ট্রাম্পের লাগাতার হুঁশিয়ারির মুখেও মুখ খুলছেন না পুতিন? পিছনে কি কোনও নির্দিষ্ট স্ট্র্যাটেজি রয়েছে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি একবার সময়ের অপেক্ষা? নাকি আমেরিকার হুমকিতে ভয় পেয়েছে রাশিয়া?

EXPLAINED: ট্রাম্পের পরমাণু হামলার হুমকিতেও কেন চুপ মস্কো? পিছনে কোন রণকৌশল?
কেন চুপ রাশিয়া?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 06, 2025 | 9:41 AM

স্রেফ সোশ্যাল মিডিয়ার গরমাগরম পোস্ট কি আর একটা বিশ্বযুদ্ধ ডেকে আনবে? যেখানে দুই মহাশক্তিধর দেশ একে অপরের বিরুদ্ধে ভয়াবহ পরমাণু হামলা চালাবে? প্রাক্তন রুশ প্রেসিডেন্ট, বর্তমানে রুশ নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের পোস্টে রুষ্ট হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে নির্দেশ দেন, রাশিয়ার দিকে অন্তত দুটি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের। এই পদক্ষেপ নাকি দেশবাসীর নিরাপত্তার স্বার্থে। ট্রাম্প এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের ঘাসে লনে দাঁড়িয়ে। কিন্তু মস্কো-র হল কী? এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাম্পের হুমকির পর প্রায় তিনদিন পেরিয়ে গিয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি পুতিন বা তাঁর দফতরের দিক...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন