VIDEO: রাহাত ফতেহ আলি খানের এ কী রূপ! সামান্য কারণে নিজের ছাত্রকেই করলেন জুতোপেটা

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 28, 2024 | 9:40 AM

Rahat Fateh Ali Khan: ওই যুবক রাহাত ফতেহ আলি খানের বাড়িতে কাজ করেন। জলের বোতল কোথায়, তা নিয়েই নিজের কর্মচারীকে এভাবে নির্দয়ভাবে মারধোর করেন গায়ক। একের পর এক চড় মারেন। এমনকী, পায়ের জুতো খুলে তা দিয়েও আঘাত করেন ক্রমাগত।

VIDEO: রাহাত ফতেহ আলি খানের এ কী রূপ! সামান্য কারণে নিজের ছাত্রকেই করলেন জুতোপেটা
এভাবে জুতোপেটা করলেন রাহাত ফতেহ আলি খান।
Image Credit source: Twitter

Follow Us

ইসলামাবাদ: কাঁটাতারের বিভেদ মুছে তাঁর গানে মুগ্ধ ভারত। কাওয়ালি থেকে বলিউডের গান- পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খানের (Rahat Fateh Ali Khan) ঝুলিতে হিট গানের অভাব নেই। তবে কী এত সাফল্যই মাথা ঘুরিয়ে দিল গায়কের? এমনটাই প্রশ্ন উঠছে একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে এক যুবককে নির্মমভাবে জুতোপেটা করছেন গায়ক। ওই যুবক বারংবার অনুরোধ করা সত্ত্বেও থামছেন না তিনি, কিছুতেই কমছে না রাগ।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি সূত্রে জানা গিয়েছে, ওই যুবক রাহাত ফতেহ আলি খানের বাড়িতে কাজ করেন। জলের বোতল কোথায়, তা নিয়েই নিজের কর্মচারীকে এভাবে নির্দয়ভাবে মারধোর করেন গায়ক। একের পর এক চড় মারেন। এমনকী, পায়ের জুতো খুলে তা দিয়েও আঘাত করেন ক্রমাগত। পরে কয়েকজন এসে রাহাত ফতেহ আলি খানের হাত থেকে ওই যুবককে ছাড়ানোর চেষ্টা করেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। সমালোচনার ঝড় তোলেন নেটিজেনরা। এরপরই সাফাই দিতে আসরে নামেন খোদ গায়ক। শনিবার তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন ওই যুবক ও তাঁর বাবাকে নিয়ে। ভিডিয়োয় তিনি সাফাই দিয়ে বলেন, “এটা ওস্তাদ ও তাঁর শাগির্দ(সহযোগী)-র মধ্যে ব্যক্তিগত বিষয়। ও আমার ছেলের মতো। একজন শিক্ষক ও তাঁর ছাত্রের মধ্যে এমনই সম্পর্ক হয়। ছাত্র যখন ভাল কিছু করে, আমি তাদের যেমন ভালবাসা দিই, তেমনই ভুল কিছু করলেও শাসন করি, শাস্তি দিই।”

ভিডিয়োয় ওই যুবকও রাহাত ফতেহ আলি খানের এ হেন আচরণ নিয়ে সাফাই দেন। যুবক বলেন, “উনি আমার বাবার মতো। আমাদের খুব ভালবাসেন। যে এই ভিডিয়ো ভাইরাল করেছে, সে উস্তাদজির সম্মানহানি করতে চাইছে।”

ভিডিয়োর শেষে রাহাত ফতেহ আলি খানকে ক্ষমা চেয়ে নিতেও দেখা যায়।

Next Article