
বার্লিন: টিভি৯ নেটওয়ার্কের আয়োজিত News9 Global Summit-র আজ ছিল শেষদিন। গোটা আন্তর্জাতিক সম্মেলনে আলোচনা হল নানা প্রসঙ্গ। ভাবনা, অঙ্গীকার ও কিছু অত্যাধুনিক তৈরির স্বপ্ন নিয়ে এখানেই ইতি ঘটল জার্মানির স্টুগার্টের বুকে আয়োজিত সম্মেলনের। এই সম্মেলনে যোগ দিয়েছিলেন জার্মানির রাজনৈতিক কোঅর্ডিনেটর ও বাডেন উডেমবার্গের স্টেট সেক্রেটারি ফ্লোরিয়ান হাসলার।
টিভি৯ নেটওয়ার্কের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে মহারাষ্ট্রের সঙ্গে সেদেশের তৈরি কৌশলী সম্পর্কের কথা তুলে ধরলেন হাসলার। তিনি বললেন, ‘দশ বছর আগে মহারাষ্ট্রের হাত ধরে যে সম্পর্ক তৈরি হয়েছিল, তা আজও সফল ভাবে ছুটছে। আর ভারত-জার্মানির এই সম্পর্ক যে শুধুই বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ থেকেছে, এমনটা নয়।’
ভারতের বুকে যে শুধুই জার্মান সংস্থা গড়ে উঠেছে এমনটা নয়। হাসলারের কথায়, দুই দেশ পারস্পরিক সমন্বয় বজায় রেখে একে অপরের অভ্যন্তরে সময়ের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি করেছে। তিনি জানিয়েছেন, তাঁর শাসিত এলাকা বা বাডেন উডেনবার্গেরই ৩৫০টি সংস্থা ভারতের বুকে বিনিয়োগ করে নিজেদের কাজের সূচনা ঘটিয়েছে। একই ভাবে, বিনিয়োগ করেছে ভারতের ৫০টি সংস্থাও। হাসলারের কথায়, এই সমন্বয় দুই দেশের মধ্য়ে পারস্পরিক বিশ্বাসকে তুলে ধরে।
ভারত-জার্মানির সম্পর্ক আজকের নয়। আর এই সম্পর্ক যে শুধুই বাণিজ্য কিংবা টাকার জোরে টিকে রয়েছে এমনটাও নয়। একই মত হাসলারেরও। তিনি বললেন, ভারত-জার্মানির সম্পর্কের সেতু বন্ধন করেছে স্টুটগার্ট। সংস্কৃতির রাজধানী হয়ে উঠেছে সেটি। প্রতি বছর এই স্টুটগার্টে আয়োজিত হয় ভারতীয় চলচ্চিত্র উৎসব। যেখানে যোগ দেন ইউরোপীয় পরিচালকরাও। এদিন তিনি বললেন, ‘এই উৎসব সাংস্কৃতিক সেতুবন্ধনের মাধ্যমে জুড়ে রেখেছে ভারত ও জার্মানিকে।’