ঢাকা: এশিয়ার মধ্যে বাংলাদেশের বহির্বাণিজ্যের সবথেকে বড় কেন্দ্র হল ভারতই। এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের সবথেকে বেশি পণ্য রফতানি হল ভারতে। সম্প্রতি এ কথা জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। ভারত ও বাংলাদেশের মধ্যে নিবিড় যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব নিয়ে কথা বলার সময় তিনি এ কথা জানান। আকাশ পথ, সড়ক পথ, রেল পথ, জল পথ… সবরকমভাবেই বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ রয়েছে। আর এই ‘মাল্টিমোডাল’ যোগাযোগ ব্যবস্থাই ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার পথকে নতুন দিশা দেখিয়েছে বলে মনে করছেন বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা।
সোমবার ঢাকায় বাংলাদেশের জাহাজমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর হাত ধরে উদ্বোধন হয় সুলতানগঞ্জ বন্দরের। এই সুলতানগঞ্জ বন্দরের মাধ্যমে বাংলাদেশের রাজশাহীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলপথে যোগাযোগ আরও সহজ হল। সেই বন্দর উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাও। সেখানে বক্তব্য রাখার সময়ই বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। জানান, বর্তমানে এশিয়ার মধ্যে ভারতই হল বাংলাদেশের সবথেকে বড় রফতানিকেন্দ্র। তাঁর কথায়, ‘সড়ক, রেল, সমুদ্রপথ, নদীপথ – বিভিন্নভাবে ভারত ও বাংলাদেশের যোগাযোগ স্থাপিত হয়েছে। এই বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থাই ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার পথকে ভবিষ্যতে আরও উন্নত করবে।’
ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ও দুই দেশের বন্ধুত্ব নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়। সেই মুক্তিযুদ্ধের সময় থেকে বিভিন্ন কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ পাশে পেয়েছে ভারতকে। বাংলাদেশ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে মরশুমি আম উপহার পাঠানোর রেওয়াজও রয়েছে। এছাড়া বিভিন্ন উৎসবের মরশুমেও বিভিন্ন উপহার পাঠানো হয় বাংলাদেশ থেকে।