জেনেভা: সন্ত্রাসবাদে মদত দেওয়ার প্রসঙ্গে পাকিস্তান(Pakistan)-কে কড়া ভাষায় আক্রমণ করল ভারত (India)। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি কাজল ভাট বলেন, “পাকিস্তান থেকে সীমান্তে যে সন্ত্রাসবাদ চালানো হচ্ছে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে ভারত।”
দেশ তথা বিশ্বজুড়ে সন্ত্রাসাবাদের যে সমস্যা বারবার উঠে এসেছে, তার সমাধানে ভারতের তরফে বলা হয়, “অর্থপূর্ণ আলোচনা করার জন্য সন্ত্রাস, হিংসতা ও শত্রুতা মুক্ত পরিবেশের প্রয়োজন। এই পরিবেশ গঠনের দায়িত্ব পাকিস্তানের।”
পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (UN Security Council) ভারতের প্রতিনিধি কাজল ভাট বলেন, “ভারত পাকিস্তান সহ সমস্ত দেশের সঙ্গেই প্রতিবেশীর মতো সাধারণ সম্পর্ক গড়তে ও বজায় রাখতে চায়। এই কাজে যদি কোনও সমস্যা বা বাধার সৃষ্টি হয়, তবে সিমলা চুক্তি ও লাহোরের ঘোষণাপত্র অনুযায়ী এই বিষয়ে শান্তিপূর্ণভাবে দ্বিপাক্ষিক আলোচনা করা হবে। তবে এই অর্থপূর্ণ আলোচনা কেবল সন্ত্রাস, হিংসা ও শত্রুতামুক্ত পরিবেশেই হওয়া সম্ভব। এই পরিবেশ গঠনের দায়িত্ব পাকিস্তানেরই। যতদিন পাকিস্তান সেই পরিবেশ গঠন করতে পারছে না, ততদিন অবধি ভারত আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপই গ্রহণ করবে।”
গতকাল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকেও পাকিস্তানের তরফে কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরা হয়। “কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায়” রাখার আলোচনা শুরু হতেই পাকিস্তানের প্রতিনিধি মুনীর আক্রম কাশ্মীরের প্রসঙ্গ তুলে ধরেন।
এরপরই ভারতের তরফে কড়া জবাবে বলা হয়, “এই প্রথমবার নয় যে, পাকিস্তানের প্রতিনিধি রাষ্ট্রপুঞ্জের মঞ্চের অপব্যবহার করে ভারতের বিরুদ্ধে মিথ্যা ও চক্রান্তমূলক প্রচার চালানোর চেষ্টা করছে এবং নিজেদের দেশের উপর থেকে বিশ্বের নজর ঘোরানোর চেষ্টা করছে, যেখানে সন্ত্রাসবাদীদের অবাধ স্বাধীনতা রয়েছে এবং সাধারণ মানুষ, বিশেষত যারা সংখ্যয়ালঘু সম্প্রদায়ের, তাদের জীবন সম্পূর্ণ ওলট-পালট হয়ে গিয়েছে।”
ভারতের প্রতিনিধি কাজল ভাট, যিনি নিজেই জম্মু-কাশ্মীরের বাসিন্দা, তিনি রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলির উদ্দেশ্যে বলেন যে, পাকিস্তানের একটি দীর্ঘ ইতিহাস ও নীতি রয়েছে জঙ্গিদের সমর্থন, তাদের আশ্রয় ও মদত দেওয়ার। তিনি বলেন, “এটি এমন একটি দেশ যেখানে প্রকাশ্য়ে জঙ্গি প্রশিক্ষণ, সমর্থন, অর্থ সাহায্য ও অস্ত্র দিয়ে সাহায্য করা হয়। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের চিহ্নিত জঙ্গিদের মধ্যে বিশাল সংখ্যক জঙ্গিকেই মদত দেওয়ার লজ্জাজনক রেকর্ড রয়েছে।”
জম্মু-কাশ্মীর ও লাদাখ বরাবরই ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ থাকবে বলে সাফ জানিয়ে দেন ভারতের প্রতিনিধি। তিনি বলেন, “এর মধ্যে সেই অঞ্চলগুলিও অন্তর্ভুক্ত, যা পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে। এই জায়গাগুলি দ্রুত খালি করে দেওয়া হোক।”