UN resolution: ইজরায়েলকে গোলান মালভূমি ছাড়তে হবে, রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবে সমর্থন ভারতের

UN resolution: ১৯৬৭ সালে সিরিয়ার সঙ্গে ইজরায়েলের যুদ্ধ হয়। সেই যুদ্ধ চলার সময়ই গোলান মালভূমির কিছুটা অংশ দখল করে নেয় ইজরায়েল। এদিন রাষ্ট্রসঙ্ঘে সেই দখলীকৃত অংশ ছাড়ার প্রস্তাব গৃহীত হয়। যে ৯১টি দেশ সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছে, তার মধ্যে ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, চিন, লেবানন, ইরান, ইরাক ও ইন্দোনেশিয়া।

UN resolution: ইজরায়েলকে গোলান মালভূমি ছাড়তে হবে, রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবে সমর্থন ভারতের
গোলান মালভূমি। ফাইল ছবি।Image Credit source: Reuters

| Edited By: Sukla Bhattacharjee

Nov 30, 2023 | 12:09 AM

নিউ ইয়র্ক: গোলান মালভূমি (Golan Heights) ছাড়তে হবে ইজরায়েলকে। এমনই প্রস্তাব উঠেছে রাষ্ট্রসঙ্ঘে। মঙ্গলবার সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছে ভারত। ইজরায়েলের (Israel) গোলান মালভূমি ছাড়ার প্রস্তাবে এদিন মোট ৯১টি দেশ রাষ্ট্রসঙ্ঘের (UN) প্রস্তাবে সমর্থন জানিয়েছে। তার মধ্যেই রয়েছে ভারত (India)।

রাষ্ট্রসঙ্ঘের তরফে জানানো হয়, “UNGA তার দাবি জানিয়েছে যে, গোলান মালভূমির যে অংশ ইজরায়েল দখল করে রেখেছে, সেটা যেন প্রত্যাহার করে নেয়- রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের নীতি মেনে চলে।”

১৯৬৭ সালে সিরিয়ার সঙ্গে ইজরায়েলের যুদ্ধ হয়। সেই যুদ্ধ চলার সময়ই গোলান মালভূমির কিছুটা অংশ দখল করে নেয় ইজরায়েল। এদিন রাষ্ট্রসঙ্ঘে সেই দখলীকৃত অংশ ছাড়ার প্রস্তাব গৃহীত হয়। যে ৯১টি দেশ সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছে, তার মধ্যে ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, চিন, লেবানন, ইরান, ইরাক ও ইন্দোনেশিয়া। অন্যদিকে, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ৮টি দেশ। সেগুলির মধ্যে রয়েছে, অস্ট্রেলিয়া, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, পালাউ, মাইক্রোনেশিয়া, ইজরায়েল, কানাডা এবং মার্শাল দ্বীপ। এছাড়া ইউক্রেন, ফ্রান্স, জার্মানি, স্পেন-সহ ৬২টি দেশ এই ভোটাভুটিতে অংশ নেয়নি।