নয়া দিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে দিনের পর দিন সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ আগেও তুলেছে ভারত। আর এবার রাষ্ট্রপুঞ্জে পাকিস্তান কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুলতেই একেবারে কড়া ভাষায় জবাব দিল ভারত। শুধু সন্ত্রাস নিয়েই নয়, পাক অধিকৃত কাশ্মীর নিয়েও ইসলামাবাদকে বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে। পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার সম্প্রতি কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে মুখ খুলেছেন। এরপরই ভারত কড়া বার্তা দিয়েছে।
রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট পাকিস্তানের উদ্দেশে বলেন, ‘পাকিস্তান আন্তর্জাতিক ফোরামকে ভারতের বিরুদ্ধে অপপ্রচারের জন্য ব্যবহার করে থাকে। রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলিও জানে, পাকিস্তান অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এ সব কথা বলে থাকে।’ পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন করছে বলেও দাবি করেছে ভারত।
ভারত এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। আর ভারতের আভ্যন্তরীণ বিষয়ে মাথা গলানোর কোনও অধিকার নেই পাকিস্তানের। পাকিস্তানকে বার্তা দেওয়া হয়েছে, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য পাকিস্তানকে পদক্ষেপ করতে হবে।’ পেটাল গেহলট বলেছেন, ‘প্রথমত সন্ত্রাস বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, অধিকৃত কাশ্মীর থেকে সরে যেতে হবে। তৃতীয়ত, পাকিস্তানে সংখ্যালঘুদের ক্ষেত্রে যে মানবাধিকার লঙ্ঘন করতে হবে, তা বন্ধ করতে হবে।’ ২০০৮-এর মুম্বই হামলার অভিযুক্তদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেই বার্তাও দেওয়া হয়েছে পাকিস্তানকে।