
এবার সামরিক কসরতে নামছে কোয়াড গোষ্ঠী। নভেম্বর মাসেই ভারত ও আমেরিকার নেতৃত্বে শুরু হতে চলেছে ‘কোপ ইন্ডিয়া ২০২৫’ বিমান মহড়া। এবারই প্রথম পর্যবেক্ষক দেশ হিসেবে যোগ দিচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া। ফলে প্রথমবার কোয়াডের চারটি দেশই সামরিক মহড়ায় পূর্ণাঙ্গভাবে যুক্ত হচ্ছে। তবে এই মহড়ার রাজনৈতিক বা কূটনৈতিক গুরুত্ব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে তিনটি রাফাল যুদ্ধবিমান।
ঘটনাচক্রে, সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, এই মহড়ায় অংশ নিতে চলেছে ভারতীয় বায়ুসেনার যে রাফালগুলো তাদের নম্বর যথাক্রমে BS-021, BS-022, ও BS-027। আর, এই তিনটি রাফালই ছিল মে মাসে ‘অপারেশন সিঁদুর’ সংঘাতের পর পাকিস্তানের প্রচারের মূল লক্ষ্য।
পাকিস্তানের দাবি ছিল, ওই সংঘাতে তাদের বিমান J-10CE এবং PL-15 মিসাইলের সাহায্যে ভারতীয় বায়ুসেনার চারটি রাফাল ধ্বংস করেছে। পাকিস্তানের সেনাবাহিনীর প্রবীণ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবরসপ্রাপ্ত) কিদওয়াই প্রকাশ্যে এই নম্বরগুলি বলেছিলেন।
কিন্তু, যদি এই তিনটি রাফাল যুদ্ধবিমান সুস্থ অবস্থায় ‘কোপ ইন্ডিয়া ২০২৫’-এ আমেরিকার F-15 এবং F-35 বিমানের সঙ্গে মহড়া দেয়, তবে পাকিস্তানের সেই দাবি মিথ্যা বলে প্রমাণিত হবে। এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে! এই প্রসঙ্গে এয়ারোস্পেস জার্নালিস্ট অ্যালান ওয়ার্নেস পাকিস্তানের কথা বলেছেন। তবে, এইক্ষেত্রে রাফালগুলোর উপস্থিতি পাকিস্তানের সব প্রচারকে এক ধাক্কায় নস্যাৎ করে দিয়েছে।
যদিও বিমান প্রস্তুতকারক দাসো অ্যাভিয়েশন একবার প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি রাফাল ধ্বংসের কথা বলেছিল। যদিও ভারত সরকারিভাবে কোনও রাফাল ধ্বংস হওয়ার খবর নিশ্চিত করেনি। এই পরিস্থিতিতে, মহড়ার রানওয়েতে এই রাফালগুলির উপস্থিতি পাকিস্তানের মিথ্যার কফিনে শেষ পেরেক পুঁতে দেবে।